নিজস্ব সংবাদদাতা, মালদা:- জমিতে জল দেওয়াকে কেন্দ্র করে বিবাদের জেরে প্রতিবেশীর পিঠে চাকু দিয়ে কুপিয়ে খুনের চেষ্টার অভিযোগ উঠলো অপর এক প্রতিবেশীর বিরুদ্ধে। শনিবার রাতে ঘটনাটি ঘটেছে হরিশ্চন্দ্রপুর থানার রাঙাইপুর এলাকায়। গুরুতর জখম রবিউল ইসলামকে (৪৬) ভর্তি করানো হয়েছে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে। এই ঘটনায় হামলাকারী সুরেশ দাসের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন আক্রান্তের পরিবার।
পুলিশকে অভিযোগে আক্রান্তের এক আত্মীয় তজিবুর রহমান জানিয়েছেন, এদিন রাতে মামা জমি থেকে কাজ থেকে ফিরছিলেন। সেই সময় প্রতিবেশী সুরেশ দাস অতর্কিতে পিছন থেকে মামার পিঠে ধারালো চাকু নিয়ে হামলা চালায়। আর তাতেই জখম হন তিনি। তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসে। সংকটজনক অবস্থায় মামার চিকিৎসা চলছে মালদা মেডিকেল কলেজে।
এদিকে পুলিশ সূত্রে জানা গিয়েছে , দুই প্রতিবেশীর জমিতে সেচের জল দেওয়া নিয়ে এই গণ্ডগোলের সূত্রপাত। এই হামলার ঘটনার পর অভিযুক্তের বাড়ি ভাঙচুর চালিয়েছে স্থানীয় এলাকার একাংশ ক্ষিপ্ত জনতা। ঘটনার পর থেকে পলাতক অভিযুক্ত। পুরো বিষয়টি নিয়ে তদন্ত শুরু করা হয়েছে।
Home রাজ্য উত্তর বাংলা জমিতে জল দেওয়াকে কেন্দ্র করে বিবাদের জেরে প্রতিবেশীর পিঠে চাকু দিয়ে কুপিয়ে...