বীরভূম, সেখ ওলি মহম্মদঃ- বীরভূম জেলার দুবরাজপুর পৌরসভার আর্থিক অনুকূল্যে দুবরাজপুর পৌরসভার ১৩ নম্বর ওয়ার্ডের কবিরাজপাড়া অর্থাৎ দুবরাজপুরের প্রাণকেন্দ্র কবিরাজপাড়া বিবেকানন্দ প্রসার সমিতির অনুষ্ঠান ভবনের দ্বারোদ্ঘাটন করা হল রবিবার সন্ধ্যায়। এই অনুষ্ঠান ভবনের উদ্বোধন করেন দুবরাজপুর পৌরসভার পৌর প্রধান পীযূষ পান্ডে। তিনি ছাড়াও এদিন উপস্থিত ছিলেন দুবরাজপুর উপ পৌর প্রধান মির্জা সৌকত আলী, কাউন্সিলার সাগর কুন্ডু, ভাস্কর রুজ, অর্জুন চৌধুরী, সোনামনি বাগদি, সনাতন পাল, সুভাষ মেটে, দুবরাজপুর শহর তৃণমূল কংগ্রেস সভাপতি স্বরুপ আচার্য, দুবরাজপুর আদালতের সরকারী আইনজীবী রাজেন্দ্র প্রসাদ, প্রাক্তন কাউন্সিলার অজিত সিং, জগন্নাথ দত্ত, দীপক দে সহ আরো অনেকে। বিবেকানন্দ প্রসার সমিতির কোষাধ্যক্ষ চিরঞ্জিত কবিরাজ জানান, এই কবিরাজপাড়ার অনুষ্ঠান ভবনটি একেবারে বাজার সংলগ্ন এলাকায়। এক কথায় বলা যেতে পারে দুবরাজপুর শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত। আমরা এটাকে তৈরি করেছি একেবারে প্রথম থেকে। আর কিভাবে কাজ করতে হয় আমাদের শিখিয়ে গেছেন স্বর্গীয় শিশির কুমার কবিরাজ। যিনি গত তিনমাস আগে প্রয়াত হয়েছেন। তাঁরই শ্রদ্ধার জন্য আজকের এই অনুষ্ঠান। পাশাপাশি বিবেকানন্দ প্রসার সমিতির দ্বারোদ্ঘাটনও করা হল আজ। অন্যদিক দুবরাজপুর পৌরসভার পৌর প্রধান পীযূষ পাণ্ডে জানান, এই এলাকায় সেরকম কোনো অনুষ্ঠান ভবন ছিল না। বিবেকানন্দ প্রসার সমিতির পক্ষ থেকে জায়গা দেওয়া হয়েছিল। তাই আমরা দুবরাজপুর পৌরসভার পক্ষ থেকে এই অনুষ্ঠান ভবন করে দিয়েছি। এটা হওয়ার ফলে সামাজিক ও সাংস্কৃতিক অনুষ্ঠান করা যাবে এখানে।