পেট্রল,ডিজেল ও গ্যাসের মুল্যবৃদ্ধির প্রতিবাদে ছাত্র ও যুব গর্জে উঠলো ইন্দাসে।

আবদুল হাই, বাঁকুড়া:- পেট্রোল-ডিজেলের মতই লাফিয়ে লাফিয়ে বাড়ছে গ্যাসের দামও। নিয়ম করে করে প্রায় প্রতিদিন পেট্রল,ডিজেলের মূল্যবৃদ্ধির সাথে সাথে দাম বাড়ছে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের, এমতাবস্থায় সংসার চালাতে নাজেহাল হয়ে যাচ্ছে সাধারণ মানুষের।
করোনার দাপটে মানুষের রোজকার কমেছে কিন্তু কমেনি পেট্রল, ডিজেল ও গ্যাস সহ অন্যান্য নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের মূল্য বরঞ্চ প্রতিদিন নিয়ম করে বেড়েছে প্রত্যেকটা জিনিসের দাম ফলে চরম সংকটের মধ্যে দিন যাপন করছে মধ্যবিত্ত ও নিম্ন মধ্যবিত্তের মানুষজন। মঙ্গলবার বাঁকুড়া জেলার ইন্দাস ব্লক তৃণমূল ছাত্র পরিষদ ও তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে কেন্দ্রীয় সরকারের জনবিরোধী নীতি ও পেট্রল, ডিজেল ও গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে এক বিশাল ধিক্কার মিছিল ও প্রতিবাদ সভার আয়োজন করা হয় এদিনের মিছিল জনসমুদ্রে পরিণত হয়। এদিনের ধিক্কার মিছিলে পা মেলান ইন্দাস ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সেখ হামিদ, বিষ্ণুপুর সাংগঠনিক যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি সুব্রত দত্ত, চন্দন রক্ষিত,জেলা তৃণমূল ছাত্র পরিষদের সহ সভাপতি আতাউল হক সহ অন্যান্য তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব ও হাজার হাজার কর্মী সমর্থক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *