বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক চাষীর মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য পিংলার ভাটিয়াতে,বিদ্যুৎ দপ্তরের গাফিলতির অভিযোগ।

0
292

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক চাষীর মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো গোটা এলাকায়,বিদ্যুৎ দপ্তরের গাফিলতির কারণে বিদ্যুৎপিষ্ট হয়ে এক চাষীর মৃত্য হয়েছে বলে এলাকাবাসীদের অভিযোগ। মৃতদেহ উদ্ধার করতে গেলে পুলিশকে ঘিরে বিক্ষোভ এলাকাবাসীদের।
ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার পিংলা ব্লকের ভাটিয়া গ্রামে। জানা গেছে বুধবার সকালে সকালে চাষের জমিতে মিনির জল দেখতে যাওয়ার সময় বিদ্যুতের তার চাষের জমিতে পড়েছিল। সেই তার পায়ে লেগে বিদ্যুৎপিষ্ট হয়ে মৃত্যু হয় নাড়ু গোপাল মন্ডলের।যার বয়স আনুমানিক ৫১ বছর। বাড়ি পশ্চিমচক গ্রামে।এলাকাবাসী অভিযোগ অনেকবার বিদ্যুৎ দপ্তরে জানানো হয়েছিল বিদ্যুতের তার গুলো ঝুলে আছে বলে। কিন্তু তারা কোন ধরনের ব্যবস্থা নেয়নি।এই ঘটনা ঘটেছে বিদ্যুৎ দপ্তরের গাফিলতির জন্য। পুলিশ মৃতদেহ উদ্ধার করতে এলে তাকে ঘিরে গ্রামবাসীরা বিক্ষোভ দেখায়। এলাকায় যে সমস্ত বিদ্যুতের তার রয়েছে সেগুলো রিপেয়ারিং করা অথবা কেবিল বসানো হোক এছাড়াও বিদ্যুৎ পিষ্ট হয়ে মৃত নাড়ুগোপাল মন্ডলের পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণের দাবি জানিয়েছেন এলাকাবাসীরা। অন্যদিকে ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায়।