বাৎসরিক উৎসব পালন হল সিঙ্গারী ক্ষ্যাপা বাবার ৷

বীরভূম, নিজস্ব সংবাদদাতা:- আজ বাৎসরিক উৎসব পালন হচ্ছে সিঙ্গারী ক্ষ্যাপা বাবার ৷ এ উপলক্ষ্যে আজ সকাল থেকেই বীরভূম জেলার ময়ুরেশ্বর এক নং ব্লকের অন্তর্গত দক্ষিণগ্রাম পঞ্চায়েতের সিঙ্গারী গ্রামে মহা উৎসব চলছে ৷ চলছে মহা প্রসাদ বিতরণ ৷ এদিন আশে-পাশের গ্রাম থেকে বহু ভক্তের সমাগম হয়েছে ৷ ক্ষ্যাপাবাবার বহু ভক্ত রয়েছে জেলা তথা রাজ্যের বিভিন্ন স্থানে ৷ এদিন দূরদূরান্ত থেকে ভক্তরা এসে ক্ষ্যাপাবার আশ্রমে পূজো দিচ্ছেন ৷ চলছে মেলাও ৷ আজ সকাল থেকেই ভক্তের ঢল নেমেছে সিঙ্গারীতে ৷
ছবি ও তথ্য- সুকান্ত রায়, ময়ূরেশ্বর , বীরভূম ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *