পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- ২রা এপ্রিল অর্থাৎ শনিবার থেকে শুরু হল উচ্চ মাধ্যমিক পরীক্ষা।
দীর্ঘ লকডাউনের পর ধীরে ধীরে করোনা পরিস্থিতি কাটিয়ে মানবজীবন স্বাভাবিক ছন্দে ফিরতে শুরু করেছে। স্কুল, কলেজ,পরীক্ষা বন্ধ থাকে দীর্ঘ প্রায় তিন বছরের কাছাকাছি। পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করলে স্কুল খুলেছে, শুরু হয়েছিল পঠনপাঠন, এই পরিস্থিতিতে নির্বিঘ্নে শেষ হয়েছে মাধ্যমিক পরীক্ষা। তবে পরীক্ষার্থীদের সুবিধার্থে নিজেদের বিদ্যালয়ে পরীক্ষার কেন্দ্র হয়েছে,এবার সেই করোনা পরিস্থিতি কাটিয়ে পরীক্ষা সেন্টারে উপস্থিত উচ্চমাধ্যমিকের সকল ছাত্রছাত্রীরা। এইদিন পূর্ব মেদিনীপুর জেলার বিভিন্ন স্কুলের পাশাপাশি পাঁশকুড়ার বার্ডলি বার্ড হাইস্কুলে পরীক্ষার্থীদের উপস্থিতি দেখা যায়। পরীক্ষার্থীদের পরীক্ষা সেন্টারে প্রবেশ করার সময় গেটের মুখে পরীক্ষার্থীদের মনোবল বৃদ্ধি করে তাদের শুভেচ্ছা জানায় পাঁশকুড়া পৌরসভার কাউন্সিলর সেক সমিরুদ্দীন।
Leave a Reply