পরীক্ষা হলে অসুস্থ হয়ে পড়লো উচ্চমাধ্যমিক পরীক্ষার্থী।

0
346

সুভাষ চন্দ্র দাশ,ক্যানিং – দুবছর পর শুরু হয়েছে উচ্চমাধ্যমিক পরীক্ষা।শনিবার ছিলো উচ্চমাধ্যমিক পরীক্ষার প্রথম দিন। এদিন বাংলা পরীক্ষা ছিলো।পরীক্ষা হলেই আচমকা গুরুতর অসুস্থ হয়ে পড়লো এক উচ্চমাধ্যমিক পরীক্ষার্থী।স্কুল কর্তৃপক্ষ তড়িঘড়ি ওই পরীক্ষার্থী কে অ্যাম্বুলেন্স এ চাপিয়ে চিকিৎসার জন্য ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে যায়। বর্তমানে ওই ছাত্রী আশাঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছে।এমন ঘটনাটি ঘটেছে ক্যানিং থানার অন্তর্গত ইটখোলা রাজনারায়ণ উচ্চমাধ্যমিক হাইস্কুলে।
স্থানীয় সুত্রে জানা গিয়েছে স্থানীয় গোপালপুর গ্রাম পঞ্চায়েতের হেড়োভাঙ্গা মোল্লা পাড়ার বাসিন্দা উচ্চমাধ্যমিক পরীক্ষার্থী ওই ছাত্রী সাবিনা মোল্লা।বিগত প্রায় পাঁচ মাস আগে মাঠে গোরু নিয়ে গিয়েছিল সে। আচমকা গোরুটি দড়ি ছিঁড়ে তার বুকে লাথি মারে। সেই থেকেই দীর্ঘদিন অসুস্থ ছিল বলে তাঁর মা লতিফা মোল্লা জানিয়েছেন।চিকিৎসার পর কয়েকমাস আগে সুস্থ হয়ে ওঠে। শনিবার উচ্চমাধ্যমিক পরীক্ষা দিতে গিয়েছিল ওই ছাত্রী।পরীক্ষা কেন্দ্রে প্রায় এক ঘন্টা ঠিকঠাক পরীক্ষা দিয়েছিল সে।এরপর আচমকা পরীক্ষা হলে বুকে ব্যথা অনুভব করায় অচৈতন্য হয়ে পড়ে।পরীক্ষা হলে দায়িত্বে থাকা শিক্ষক-শিক্ষিকা এবং আশা দিদিরা তড়িঘড়ি ওই ছাত্রী কে উদ্ধার করে অ্যাম্বুলেন্স চাপিয়ে চিকিৎসার জন্য ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে যায়।খবর শুনে হাসপাতালে চলে আসেন ওই ছাত্রীর মা। সাময়িক ভাবে সুস্থ হয়ে যদি পরীক্ষা দিতে চায় ওই ছাত্রী সে ব্যবস্থাও আগাম তৈরী রেখেছিল স্কুল কর্তৃপক্ষ।তবে তার অবস্থা আশাঙ্কাজনক হওয়ায় পরীক্ষা দেওয়া হয়নি।