স্কুলে এসে পরীক্ষার্থীদের হাতে গোলাপ ফুল এবং কলম তুলে দিলেন শান্তিপুরের বিধায়ক ব্রজকিশোর গোস্বামী।

0
768

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- নিজের স্কুলে পরীক্ষা দেবে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা। মমতা ব্যানার্জির এটি একটি অভূতপূর্ব সিদ্ধান্ত। এদিন অন্য স্কুলে এসে পরীক্ষার্থীদের হাতে গোলাপ ফুল এবং কলম তুলে দিয়ে এমনই প্রতিক্রিয়া দিলেন শান্তিপুরের বিধায়ক ব্রজকিশোর গোস্বামী। গোটা রাজ্যে আজ থেকে শুরু হচ্ছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা। দীর্ঘদিন অনলাইনে পরীক্ষা দেওয়ার পর ছাত্রছাত্রীরা এবার অফলাইনে পরীক্ষা দেবে। শুধু তাই নয় নিজের স্কুলে উচ্চমাধ্যমিক পরীক্ষা দিতে পারবে ছাত্রছাত্রীরা এমনই ঘোষণা করে রাজ্যের শিক্ষা দপ্তর। স্বাভাবিকভাবেই ছাত্র-ছাত্রী এবং অভিভাবকদের মধ্যে একটি বাড়তি সাহস নিয়ে এসেছে এই ঘোষণার ফলে। সকাল থেকেই দেখা গেল ছাত্রছাত্রীরা উৎসাহের সঙ্গে নিজেদের স্কুলে প্রবেশ করছে পরীক্ষা দেওয়ার জন্য। এদিন নদীয়ার শান্তিপুরের বিভিন্ন স্কুলে ঘুরে ছাত্র-ছাত্রীদের আরো সাহস যোগাতে তাদের হাতে গোলাপ ফুল এবং কলম তুলে দিলেন শান্তিপুরের বিধায়ক ব্রজোকিশোর গোস্বামী। এরপরই তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন এটা মুখ্যমন্ত্রীর খুব অভূতপূর্ব একটি সিদ্ধান্ত। ছাত্র-ছাত্রীরা নিজের স্কুল টা খুব ভালোভাবে চেনেন সেই কারণে তারা বাড়তি সাহস পাচ্ছেন পরীক্ষা দিতে।