পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- দাঁড়িয়ে থাকা বালিবোঝাই ডাম্পারের পিছনে ধাক্কা পর্যটকের বাস,তলায় চাপা পড়ে মৃত্যু খালাসির,আহত একাধিক, ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে পূর্ব মেদিনীপুর জেলার এগরা থানার পানিপারুল এলাকায়, পুলিশ সূত্রে জানা গিয়েছে ওই মৃত খালাসীর নাম মনোজ বারিক, বয়স আনুমানিক ২৫ বছর, তার বাড়ি পশ্চিম মেদিনীপুর জেলার বেলদা এলাকায়, স্থানীয় সূত্রে জানা যায় রবিবার ভোরে এগরা-রামনগর রাস্তার পানিপারুল পেট্রোল পাম্পের কাছে দাঁড়িয়ে থাকার ডাম্পারের পিছনে একটি পর্যটকের বাস ধাক্কা মারে, এই দুর্ঘটনার ফলে রাস্তার পাশে উল্টে যায় বালিবোঝাই ডাম্পার, তলায় চাপা পড়ে মর্মান্তিকভাবে মৃত্যু হয় ওই খালাসির, বাসে থাকা পর্যটকের মধ্যে আহত হয়েছেন ১০ জনেরও বেশী, এরপর স্থানীয়দের প্রচেষ্টায় আহতদের উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কেন্দ্রে প্রাথমিক চিকিৎসার পর তাদের এগরা সুপার স্পেশালিটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়, ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে এগরা থানার পুলিশ, এই ঘটনার ফলে বেশ কিছুক্ষণ রাজ্য সড়ক অবরুদ্ধ হয়ে পড়ে, পরে পুলিশি হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়।
Leave a Reply