নিজস্ব সংবাদদাতা, মালদাঃ-সাইবার ক্রাইম প্রতারনায় এবার উত্তর প্রদেশ পুলিশের হাতে হবিবপুর থানার অন্তগত তিনজন অভিযোগ সনাক্ত ভিত্তিতে আটোক জানাগেছে উত্তর প্রদেশেরে প্রয়াগরাজ থানা এলাকার এক প্রাক্তন বিচারপতি অ্যাকাউন্ট থেকে ১৬ লাখ ৭৮হাজার টাকা উধাও।ওই বিচারপতি অবশেষে সাইবার ক্রাইমে অভিযোগ করেন তার অ্যাকাউন্ট থেকে প্রায় 16 লাখ 78 হাজার টাকা উধাও হয়।তার ভিত্তিতে সাইবার ক্রাইম নেটওয়ার্ক ধরে যে সিম থেকে টাকা লেনদেন হয় সেই সিম গুলি বিক্রি করাহয় হবিবপুর থানার বিভিন্ন জায়গায় সেই মতো উত্তরপ্রদেশের সাইবার ক্রাইম টিম,শনিবার সেই লোকেসন ধরে সেই সিম বিক্রেতাদের মালদহের হবিবপুর থানার বিভিন্ন জায়গায় থেকে শনিবার রাতে প্রথমে চার জনকে আটক করে হবিবপুর থানার তুলে নিয়ে আসে সকালে থেকে চলে জিজ্ঞাসাবাদ করার পরে তাদের মধ্যে একজনকে ছেরে দেওয়া হয়। এবং তাদের কাছে চারটি ফোন তাদের হেপাজতে নিয়েছে। সাইবার ক্রাইম, সুত্রে জানাগেছে তাদের নাম সুজন মন্ডল, ,বিশ্বজিৎ বর্মন,আশিষ বর্মন এই তিনজনকে তারা প্রথমে মালদা জেলা আদালতে তুলবে পরে সেখান থেকে সঠিক আদালতে রায়পেলে ওই তিনজনকে উত্তরপ্রদেশের প্রয়াগরাজ থানা নিয়ে যাবে বলে জানিয়েছেন সাইবার ক্রাইম তদন্তকারি অফিসার, রাজীব তেওয়ারি।