আবদুল হাই, বাঁকুড়া:- বাঁকুড়া শহরের রেল কর্তৃপক্ষের হয় গাফিলতি নয়তো উদাসীনতার জন্যই রাসায়নিক সার ও মানুষের খাদ্যদ্রব্য একই সঙ্গে গাদাগাদি করে নামানো হচ্ছে বাঁকুড়া রেল ইয়ার্ডে এমনই চাঞ্চল্যকর চিত্র উঠে এলো আমাদের ক্যামেরায়।
দীর্ঘদিন ধরেই এরকম একটা অভিযোগ উঠে আসছিল আমাদের কাছে, রেল কর্তৃপক্ষের গাফিলতিতে বা উদাসীনতায় মানুষকে বাধ্য হযে অজান্তে বিষ মেশানো গম খেতে হচ্ছে, আজ সেই অভিযোগ সত্যি বলেই প্রমাণিত হয়ে গেল।
আমাদের ক্যামেরার সামনে যে চিত্র উঠে এলো তা কোনমতেই অস্বীকার করতে পারেনা রেল কর্তৃপক্ষ, আর দায় এড়িয়ে যেতও পারে না।
আমজনতার জন্য বরাদ্দকৃত গম মালবাহী গাড়ি থেকে নামাচ্ছে তাদেরকে জিজ্ঞাসা করা হলে তারা রাখঢাক না করেই সোজাসুজি জানিয়ে দেন এই ঘটনা নতুন কিছু নয়, দীর্ঘদিন ধরেই এমনটা হয়ে আসছে ,, এ ব্যাপারে আমাদের কিছু করার নেই,
আমরা বাবু টাকার জন্য কাজ করি সিদ্ধান্ত নেবার অধিকার আমাদের নেই, মাল নামায়- চাপাই তার জন্য মজুরি পায় এই পর্যন্তই।
এ ব্যাপারে এফসিআই কর্মরত কর্মীদের জিজ্ঞাসাবাদ করা হলে এক কর্মী জানান আমরা বহুবার রেলের কর্তৃপক্ষকে জানিয়েছি কিন্তু কাজের কাজ কিছু হয়নি।
যে সকল খাদ্য সামগ্রী সাধারণ মানুষের জন্য আনা হচ্ছে সেই গুলি এরকম বিষাক্ত রাসায়নিক সারের উপর না নামিয়ে রাসায়নিক সার অন্যত্র চলে গেলে এবং চত্বর পরিষ্কার হয়ে গেলে তারপরে খাদ্যদ্রব্য গুলি নামানো হোক আমরাও বলেছি কিন্তু রেলওয়ে কর্তৃপক্ষ আমাদের কথাতে কর্ণপাত করেননি।
আমরা বহুবার হায়াড় অথরিটি কে জানিয়েছি কিন্তু সেখান থেকে কোন সদুত্তর পায়নি ।
কোনভাবেই ঘুম ভাঙছে না রেল কর্তৃপক্ষের অতএব বিষাক্ত খাদ্যদ্রব্য খাওয়াটাই যেন নিয়তি হয়ে দাঁড়িয়েছ আমজনতার।
রাসায়নিক সারের মাখামাখি গমের আটা খেয়ে কেউ যদি অসুস্থ হয় তার দায়িত্ব কে নেবে এই প্রশ্ন উত্তর সযত্নে এড়িয়ে গেছে কর্তৃপক্ষের সকলেই।
Leave a Reply