সুভাষ চন্দ্র দাশ, ক্যানিং :- প্রত্যন্ত সুন্দরবনের বাসন্তী ব্লকের বোমা বিস্ফোরণের ঘটনায় তদন্ত শুরু করল ফরেনসিক দল। সোমবার সকালে তিন সদস্যের একটি ফরেনসিক দল এসে পৌঁছান বাসন্তী থানার ফুল মালঞ্চ গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ১১ নম্বর সরদার পাড়া গ্রামে। এই গ্রামেই গত বৃহস্পতিবার বিস্ফোরণের ঘটনা ঘটেছিল। একটি বাড়িতে বোমা মজুদ রাখা ছিল বলে অভিযোগ উঠেছিল। আর সেই বোমা সরাতে গিয়ে এই বিস্ফোরণের ঘটনায় মৃত্যু হয়েছিল ফারুক সরদার(৪১) নামে এক ব্যক্তির। ঘটনার তদন্তে নেমে বাসন্তী থানার পুলিশ হামিজ উদ্দিন সরদার বলে একজনকে গ্রেপ্তার করে।এবার সেই ঘটনার তদন্ত এলো তিন সদস্যের এক ফরেনসিক দল। বাড়িতে বোমা মজুত রাখা হয়েছিল না বাইরে থেকে বোমা ছোড়া হয়েছিল সেই সমস্ত বিষয়ে তদন্ত শুরু করেছে তদন্তকারী দলটি। এদিন সেখানে কয়েক ঘণ্টা ধরে বিভিন্ন নমুনা সংগ্রহ করেন এই ফরেনসিক দলের সদস্যরা। তবে এ বিষয়ে তাঁরা কোনো মুখ খুলতে চাননি।
Leave a Reply