সুদীপ সেন, বাঁকুড়া:- বাল্য বিবাহ একটি সামাজিক অপরাধ। যদিও এই সামাজিক অপরাধ এখন ক্রমশ কমতে চলেছে। তবুও এই বিষয়ে সচেতনতা বৃদ্ধি করতে সরকার বদ্ধ পরিকর। তার ই অঙ্গ হিসেবে বাঁকুড়া জেলার শালতোড়া ব্লকের বিভিন্ন বিদ্যালয়ে কন্যাশ্রী ক্লাবের সদস্য ও অন্যান্য ছাত্রীদের নিয়ে শুরু হয়েছে সচেতনতা সভা।
যা ব্লকের ৮ টি বিদ্যালয়ে ইতিপূর্বেই শেষ হয়ে ছে।
৪ ই এপ্রিল এইরকম ই একটি সচেতনতা সভা অনুষ্ঠিত হলো ব্লকের গোগড়া গ্রাম পঞ্চায়েতের খাট মারা বিদ্যাসাগর বিদ্যাপীঠ বিদ্যালয়ে।
এই আলোচনা সভায় উপস্থিত ছিলেন শালতোড়া ব্লকের জয়েন্ট বিডিও মাননীয় মিলন মালাকার, কন্যাশ্রী দপ্তরের স্টাফ রামকৃষ্ণ দাস, আইসিডিএস এর সুপারভাইজার, ফ্যাসিলেটর ও অন্যান্য কর্মচারী বৃন্দ এবং বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা বৃন্দ। এই সচেতনতা সভায় মাননীয় জয়েন্ট বিডিও মিলন মালাকার বাল্য বিবাহের বিভিন্ন দিক তুলে ধরেন। তিনি কন্যাশ্রী ক্লাবের সদস্যেদের নিজেদের এলাকায় মানুষদের বাল্য বিবাহ সম্পর্কে সচেতন করার নির্দেশ দেন। তিনি কন্যাশ্রী, রুপশ্রী, স্টুডেন্ট ক্রেডিট কার্ডের মাধ্যমে যে বর্তমানে বাল্য বিবাহ হ্রাস পেয়েছে সেই তথ্য ও তুলে ধরেন।
সভায় আইসিডিএস এর পক্ষ থেকে বাল্য বিবাহের সামাজিক ও শারীরিক কুপ্রভাব গুলি তুলে ধরা হয়।
সচেতনতা সভাটি সকলের কাছে বেশ মনোগ্রাহী হয়।
Leave a Reply