পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি মহকুমা হাসপাতালের আউটডোর থেকে রোগীকে দেওয়া হচ্ছে বাংলাদেশের ওষুধ। যা নিয়ে শোরগোল পড়ে গিয়েছে। এমন ঘটনা সামনে আসতেই চক্ষু চড়কগাছ চিকিৎসক মহলেও। ঘটনাস্থল কাঁথি মহকুমা হাসপাতালের আউটডোরে একাধিক রোগীকে দেওয়া হয় ডক্সিসাইক্লিন ক্যাপসুল। কিন্তু ওষুধের পাউচের গায়ে বাংলা হরফে লেখা রয়েছে, ‘গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সম্পদ, ক্রয় বিক্রয় আইনত দণ্ডনীয়’। ওষুধের মোড়কে কবে তৈরি বা করে মেয়াদ শেষ- কোনও কিছুরই উল্লেখ নেই। তবে রয়েছে লাইসেন্স নম্বর। বিষয়টি নজরে আসতেই শোরগোল পড়ে গিয়েছে কাঁথিতে। কী ভাবে এমনটা হয়েছে তা তদন্ত করে দেখার নির্দেশ দিয়েছেন পূর্ব মেদিনীপুরের জেলা শাসক পূর্ণেন্দুকুমার মাজি।অবশেষে নড়েচড়ে বসল স্বাস্থ্য দপ্তর। পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি মহকুমা হাসপাতালের আউটডোর থেকে বাংলাদেশি ঔষধ দেওয়ার ঘটনায় রিপোর্ট তলব করল স্বাস্থ্য দপ্তর। আগামী ৪৮ ঘন্টার মধ্যে রিপোর্ট দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এই ঘটনায় গঠিত হয়েছে তিন সদস্যের একটি টিম। উল্লেখ্য, গতকাল কাঁথি মহকুমা হাসপাতালে রোগীদের বাংলাদেশি ওষুধ দেওয়া হচ্ছিল। যা ভারতে নিষিদ্ধ এক প্রকার। সেই ওষুধ কিভাবে কাঁথি মহকুমা হাসপাতালে দেওয়া হচ্ছে তা নিয়ে শুরু হয়েছিল বিতর্ক। এবার সেই ঘটনায় রিপোর্ট চাইল স্বাস্থ্য দপ্তর।
Leave a Reply