দিনহাটা, ৮ এপ্রিলঃ শেষ পর্যন্ত গ্রাম পঞ্চায়েতের দখল হাত ছাড়া হল তৃণমূল কংগ্রেসের। দখল নিলেন তৃণমূল থেকে বহিষ্কৃত পঞ্চায়েত সদস্যরা। আজ দিনহাটা ১ নম্বর ব্লকের বড় শৈলমারি গ্রাম পঞ্চায়েতে বোর্ড গঠন। প্রধান হন তৃণমূল কংগ্রেস থেকে বহিষ্কৃত শশী রায়। প্রধান নির্বাচিত হওয়ার পরে বহিষ্কৃত বাকি পঞ্চায়েত সদস্য সদস্যা এবং তাঁদের সমর্থকরা নব নির্বাচিত প্রধানকে নিয়ে কার্যত উৎসবে মেতে ওঠেন। বোর্ড গঠন নিয়ে প্রথম থেকেই প্রচুর পুলিশ মোতায়েন থাকায় সেভাবে কোন অশান্তির ঘটনা ঘটে নি বলে প্রশাসন সূত্রে জানা গিয়েছে।
এক সময় তৃণমূল কংগ্রেস একক ভাবে বড় শৈলমারি গ্রাম পঞ্চায়েতের দখল নিয়েছিল। ওই গ্রাম পঞ্চায়েতের ১৪ টি আসনের প্রত্যেকটিতেই জয় পেয়েছিল ঘাসফুল শিবির। প্রধান হয়েছিলেন বিউটি বর্মণ। কিন্তু বিধানসভা নির্বাচনের পরে দলীয় নিষেধাজ্ঞা অমান্য করে দলীয় প্রধানের বিরুদ্ধে অনাস্থা নিয়ে আসে ৮ পঞ্চায়েত সদস্য। ওই অনাস্থা নিয়ে তৎকালীন প্রধান অনুগামী বাকি ৬ সদস্য এবং অনাস্থাকারিদের মধ্যে বিরোধ চরমে ওঠে। ওই অনাস্থা নিয়ে পঞ্চায়েত সদস্যদের পিছনে দলের ব্লক সভাপতি সঞ্জয় বর্মণ রয়েছেন বলে অভিযোগ ওঠে।
এনিয়ে দলের জেলা নেতৃত্ব বারবার সতর্ক করার পরেও পঞ্চায়েত সদস্যরা তাঁদের সিধান্তে অটল থাকেন। শেষ পর্যন্ত ওই ৮ পঞ্চায়েত সদস্যকে ব্লক বহিষ্কার এবং ব্লক সভাপতিকে তাঁর পদ থেকে অপসারণ করা হয়। তারপরেও তলবি সভায় সংখ্যা গরিষ্ঠতা হারিয়ে প্রধান পদ থেকে সরতে হয় বিউটি বর্মণকে। এদিন ফের বোর্ড গঠন হলে শশী রায়কে নতুন প্রধান ঘোষণা করা হয়।
Leave a Reply