নিজস্ব সংবাদদাতা, মালদাঃ-হবিবপুর থানার অন্তর্গত আইহো সিঙ্গাবাদ রুটে আইহো থেকে যাত্রী বোঝাই ম্যাজিক ভ্যানে যাত্রী নিয়ে যাওয়ার পথে ম্যাজিকের উপরে বসে থাকা এক যাত্রী মদ্যপান অবস্থায় ম্যাজিকের ছাদ থেকে হঠাৎ পড়ে আহত।
জানাগেছে ছাদের উপরে বসে আইহো থেকে সিঙ্গাবাদ যাওয়ার পথে রেললাইন পার করে টার্নিং এর কাছে হঠাৎ করে গাড়ির ছাদ থেকে পড়ে গিয়ে আহত হয়। তড়িঘড়ি ওই ম্যাজিক চালক তাকে উদ্ধার করে বুলবুলচন্ডী গ্রামীণ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসে।সেখানে তার প্রাথমিক চিকিৎসার পর তাকে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। স্থানীয় সূত্রে জানা যায় তারা আইহো থেকে বাড়ি সিঙ্গাবাদ এর দিকে যাচ্ছিল সে সময় হঠাৎই ম্যাজিক গাড়ির ছাদ থেকে পড়ে যায় তিনি আরো বলেন মদ্যপান অবস্থায় থাকায় গাড়ির ছাদ থেকে পড়ে আহত হয়েছে বলে অভিযোগ।
Leave a Reply