তীব্র যান জট, স্বর্ণ ব্যবসায়ী এবং গ্রোসারি ব্যবসায়ী রা সংকটের মুখে।

মুর্শিদাবাদ, নিজস্ব সংবাদদাতা:- প্রথমে চেম্বার অফ কমার্স এবং আইসি চেম্বার অব কমার্সের বসে যে আলোচনা করলেন সেখানে চেম্বার অফ কমার্স এর পক্ষ থেকে সহমত পোষণ করেছিলেন কিন্তু পরবর্তীকালে দেখা যায় চৌরাস্তা মোড় থেকে কল্পনা মোড় পর্যন্ত বলা ছিল one-way হবে এবং সেটার জন্য একটা সময় বরাদ্দ করা ছিল সকাল 9 টা থেকে বেলা একটা এবং বিকেল চারটে থেকে আটটা কিন্তু আমরা লক্ষ্য করছি চৌরাস্তা মোড় থেকে সোনাপট্টি মোর সেটিকে ওয়ান ওয়ে করে দেয়া হলো। পূর্বে কথা ছিল এই রাস্তাটা বোথ ওয়ে থাকলে এইটা দিয়ে নতুন বাজার চলে যাওয়া যাবে এবং আসা যাবে কিন্তু আজকে আমরা লক্ষ্য করছি সোনাপট্টি মরে সাইকেল এবং মোটরসাইকেল পর্যন্ত আটকানো হচ্ছে এবং ফাঁড়ির মরেও সাইকেল মোটর সাইকেল পর্যন্ত ঢুকতে দেয়া হচ্ছে না এর ফলে একটা জনরোষ তৈরি হচ্ছে। শহর পরিষ্কার রাখা আমাদের উদ্দেশ্য সেই কারণে প্রশাসনের সঙ্গে বসে আলোচনার মাধ্যমে আমরাও চেষ্টা করেছিলাম যাতে শহর যানজটমুক্ত হয় কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে প্রশাসন এই যানজট মুক্ত করার ক্ষেত্রে সমস্ত রাস্তাঘাট বন্ধ করে রাখছে আমাদের স্বর্ণ ব্যবসায়ী এবং গ্রোসারি ব্যবসায়ী রা আজ সংকটের মুখে পড়েছেন কোন রকম সাইকেল মোটরসাইকেল নিয়ে ভিতরে প্রবেশ করতে দেয়া হচ্ছে না এর ফলে মানুষের মনে ক্ষোভ সৃষ্টি হচ্ছে বলে জানান সোনা ব্যবসায়ী তুহিন কুমার ধর এবং এই ওয়ার্ডের কাউন্সিলর অজয় রায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *