দোকানদারের দাদাগিরি। দরদাম করলেই গালিগালাজ সাথে বন্ধুদেরকে নিয়ে মারধর করে খদ্দেরকে।

আবদুল হাই, বাঁকুড়াঃঘটনাটি ঘটেছে বাঁকুড়া বেলিয়াতোড় হাটতলা, আজ কাচ্ছালা গ্রাম থেকে আসা কয়েকজন বন্ধু মিলে জামা কাপড় কিনতে যায় বেলিয়াতোড় হাট তোলার জামাকাপড় মার্কেটে ।সেখানে দোকানদারের সাথে দাম দর কমাতে বললে অশ্লীল ভাষা বলে গালিগালাজ দিয়ে মারধর করে খদ্দেরকে। এমনটাই অভিযোগ করছে ওই কাচ্ছালা গ্রামের যুবকরা ।

খদ্দেরদের অভিযোগ একটি গেঞ্জির দাম কমা কে কেন্দ্র করে দোকানদার তাদের ওপর গালিগালাজ করে এবং ফোনে বন্ধুদের কে ডেকে গুরুতরভাবে মারধর করে।

পরে তারা স্থানীয় স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা করাতে যায় এবং তারা আমাদের ক্যামেরার মুখোমুখি হয়ে বলেন যে জামাকাপড়ের দরদাম করলেই কি মারধোর করতে হবে আমরা খদ্দের দরদাম করতেই পারি তাহলে আমাদেরকে গালাগালি করবেন আমরা তো গালাগালি করি নাই আমরা থানায় অভিযোগ জানাবো।

তবে এই বিষয়ে দোকানদার আমাদের ক্যামেরার মুখোমুখি হয়ে কিছু বলতে চাননি শুধু মন্তব্য করেছে যে আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড দেখে কি মনে হয় আমি গালিগালাজ করব ?

তবে আসলে কি ঘটনাটি ঘটেছে সেটাই খতিয়ে দেখছে বেলিয়াতোড় থানার পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *