আত্মসম্মানের জন্য : মীনাক্ষী বন্দোপাধ্যায়।

0
614

পুলকিত আমের মুকুল ধীরে ধীরে
পরিণত হতে চলেছে তার পূর্ণতায়
বসন্তের শেষের চৈতি হাওয়া মেখে।
লাল মাটির বিছিন্ন জীবনের
পাটকাঠিটাও আজ কাজ সম্পূর্ন করতে চাইছে অগ্নিসংযোগে….. পরিশ্রম, অধ্যাবসায়,সহনশীলতা,
শেষ সম্বলটুকু আঁকড়ে ধরে
অনেক, অনেক অনুরোধ,
উপরোধ………. শেষেই
কঠোর সিদ্ধান্তের জ্বলন্ত পদক্ষেপ;
পাটকাঠিটা দাউ দাউ করে জ্বলছে এখন মাঝ আকাশে চৈত্রের দুপুরের
দাবদাহের মতোই
হঠাৎ বৃষ্টিতেও এ আগুন নেভানো যাবে না
প্রতিবাদে রক্তে ভেজা লাল মাটি
হাঁটছে পায়ে পায়ে শহরের দিকে
বারুদের পোড়া গন্ধ ওড়ে
সেই ধোঁয়া দেয় পথনির্দেশ
এই মাটিকে আরও লাল
হতে দেবেনা ওরা, তাই……
প্রতিবাদ ধরলো শহরের সিমেন্টের রাস্তা,
যেখানে সব রঙের
মাটির পথেরাও পায়ে পায়ে
হেঁটে জড়ো হয়েছে
একই উদ্দেশ্যে, একই অঙ্গীকারে,
একই পথের পথিক হয়ে……….