নিজস্ব সংবাদদাতা, মালদা:- রোগ ও ভাইরাসমুক্ত পৃথিবী গড়তে মহাচন্ডী যোগ্যের আয়োজন বাঙ্গীটোলায় । তারাপিঠের ৫ সাধু সন্ন্যাসী এই চন্ডিযোগ্য সম্পন্য করে।১১ এপ্রিল সোমবার বিশ্বশান্তি ও রোগমুক্ত পৃথিবী গড়ার লক্ষ্যে মা মুক্তকেশী মন্ডপে সম্পন্ন হয় মহাচন্ডীযোগ্য। তারাপীঠ থেকে আগত তারা মায়ের সেবায়েত বৃন্দরা এই চন্ডী মহাযজ্ঞ করেন।
বিগত দুই বছর করণা আবহে ভাইরাস প্রতিরোধ করতে সমস্ত আচার ও আয়োজন বন্ধ রেখে কেবলমাত্র মন্ত্রপাঠের মাধ্যমে মুক্তকেশী পূজা ও যোজ্ঞো সম্পন্ন করছে গ্রামবাসীরা। করোনার আতঙ্ক দূর করে দুই বছর পর জাঁকজমক ভাবেই অনুষ্ঠিত হলো ৪০০ বছরের ঐতিহ্যশালী বাঙ্গীটোলার মুক্তকেশী পুজো।