কোলাঘাটের দেউলিয়া বাজারে রোদের তীব্রতা মাঝে সবজি ও মাছ বিক্রেতা দের জন্য এগিয়ে এলো ইউনিফর্ম ইন্ডিয়া ফাউন্ডেশন নামে স্বেচ্ছাসেবী সংগঠন।

0
430

পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:-  চৈত্রের শেষে দিকে যত এগোচ্ছি আমরা গরমের প্রকট তত লাফিয়ে লাফিয়ে বাড়ছে। আর এই গরমে পূর্ব মেদিনীপুর কোলাঘাট ব্লকের দেউলিয়া বাজারে খোলা আকাশের নীচে রাস্তার ফুট পাতে যারা সবজি ও মাছ বিক্রী করছে সেই সমস্ত বিক্রেতাদের একটি করে ছাতা দেওয়ার কর্মসূচি গ্রহণ করলো সর্বভারতীয় স্বেচ্ছাসেবী সংগঠন ইউনিফর্ম ইন্ডিয়া ফাউন্ডেশন। আর এই মানবিক উদ্যোগ কে স্বাগত জানিয়েছে দেউলিয়া বাজারের বিক্রেতা থেকে এলাকার সাধারণ মানুষ।এইদিন ইউনিফর্ম ইন্ডিয়া ফাউন্ডেশন সংগঠনের এক কর্মকর্তা মনোজ পাড়ুই জানান সারা বছর আমরা বিভিন্ন সমাজসেবক মূলক কর্মসূচিতে লিপ্ত থাকি, কিন্তু দেউলিয়া বাজারে যে সমস্ত সবজি ব্যবসায়ী এবং মাছ বিক্রেতা খোলা আকাশের নিচে রোদের তীব্রতার মাঝে যেভাবে কষ্টে জীবন যাপন করছেন, আমাদের স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যদের মনে হলো সেই সব ব্যবসায়ীদের পাশে দাঁড়ানোর, এর পরেই আমরা নিজেরা আলোচনার মধ্য দিয়ে এই উদ্যোগ গ্রহণ করেছি।