শিবপ্রসাদ মন্ডল, পুরুলিয়া:- নদীয়ার হাঁসখালিতে চোদ্দ বছরের নাবালিকা খুন এবং প্রমান লোপাটের প্রতিবাদে ক্রমশ সরগরম রাজ্য রাজনীতি।আজ ঘটনায় জড়িত দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং রাজ্যজুড়ে খুন সন্ত্রাস ধর্ষণের ঘটনা বন্ধের দাবিতে এসইউসিআই ছাত্র যুব মহিলা সংগঠন আজ পুরুলিয়া শহরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভার আয়জন করে। নীলকুঠি ডাঙ্গা জেলা দলীয় কার্যালয় থেকে প্রতিবাদ মিছিল শুরু হয়ে হাটের মোড় ট্যাক্সি স্ট্যান্ড হয়ে শহর পরিক্রমা করে।মিছিল শেষে পুরুলিয়া জেলা আদালতের সামনে একটি ধিক্কার সভাও হয়।সেখানে বক্তব্য রাখেন ছাত্রনেতা ভবতারন কুমার । মিছিলে উপস্থিত ছিলেন ছাত্র সংগঠন এআইডিএসওর রাজ্য সভাপতি কমরেড শামসুল আলম জেলা সম্পাদক বিকাশ কুমার জেলা সভাপতি স্বপন প্রামানিক মহিলা সংগঠনের জেলা সম্পাদিকা রানী মাহাতো সহ অন্যান্যরা। সভাশেষে কমরেড শামসুল আলম বলেন। আজকে যেভাবে গোটা রাজ্য জুড়ে নারী নির্যাতনের ঘটনা বাড়ছে। খুন ধর্ষণ গণহত্যা বাড়ছে। সে ক্ষেত্রে রাজ্যের মুখ্যমন্ত্রী এই নারী নির্যাতনের বিরুদ্ধে কোনো কার্যকরী ব্যবস্থা না নিয়ে নানান কুরুচিকর মন্তব্য করছেন। এবং এই ঘটনায় অভিযুক্তদের আড়াল করার চেষ্টা করছেন তাকে তীব্র ধিক্কার জানাই। নদীয়ার হাঁসখালি তে যে ঘটনা ঘটেছে তা উত্তর প্রদেশ হাথ্রাস এর যে ঘটনা তাকেই আবারো প্রমাণ করলো। অবিলম্বে এই নারকীয় ঘটনার সাথে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে এবং মুখ্যমন্ত্রীর ঘরে ঘরে খুনি ধর্ষক তৈরীর যে প্রকল্প দুয়ারে মদ তা অবিলম্বে বাতিল করতে হবে।
পুরুলিয়া শহর ছাড়াও রঘুনাথপুর শহরের একই দাবির ভিত্তিতে এই তিন সংগঠনের উদ্যোগে প্রতিবাদ সভা এবং বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। সেখানে উপস্থিত ছিলেন যুব সংগঠনের জেলা সম্পাদক স্বদেশপ্রিয় মাহাতো এবং মহিলা সংগঠনের জেলা সভানেত্রী বন্দনা ভট্টাচার্য্য সহ অন্যান্য কর্মী-সমর্থকরা।
নাবালিকা খুনে জড়িতদের শাস্তির দাবীতে বিক্ষোভ মিছিল।
![](https://www.sobkhabar.com/wp-content/uploads/2022/04/IMG-20220412-WA0085.jpg)
Leave a Reply