হাঁসখালি কাণ্ডে মৃত নাবালিকার বাড়িতে মহিলা শিশু সুরক্ষা চেয়ারপারসন।

0
347

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:-  আমি মুখ্যমন্ত্রীর বক্তব্যের কোন প্রতিক্রিয়া দেবো না, কারণ আমি মুখ্যমন্ত্রীর প্রতিনিধি নই। পুলিশ যেভাবে তদন্ত করছে আমি সন্তুষ্ট। মঙ্গলবার নদীয়ার হাঁসখালি ধর্ষণকাণ্ডে মৃত নাবালকের পরিবারের সঙ্গে দেখা করতে এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রতিক্রিয়া দিলেন মহিলা শিশু সুরক্ষা চেয়ারপারসন অনন্যা চক্রবর্তী। হাঁসখালি ধর্ষণকাণ্ডে ইতিমধ্যেই গ্রেফতারের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 2। মূল অভিযুক্ত সোহেলীকে জিজ্ঞাসাবাদ করে তার বন্ধু প্রভাকর পোদ্দারকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ তাকে রানাঘাট মহাকুমা আদালতে তোলা হয়েছে। অন্যদিকে গতকাল মহিলা শিশু সুরক্ষা কমিশনের চেয়ারপার্সন অনন্যা চক্রবর্তী নাবালিকার পরিবারের সঙ্গে দেখা করেছিলেন। এদিনও নাবালিকার বাড়িতে এসে তার পরিবারের সঙ্গে দেখা করেন। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন ইতিমধ্যেই এই ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। এর পাশাপাশি যারা এই ঘটনায় জড়িত ছিল তাদের চিহ্নিত করে তদন্ত চলছে। যদিও মুখ্যমন্ত্রীর বক্তব্যের কোন পাল্টা প্রতিক্রিয়াঃ দিতে চাননি তিনি। এদিন যে শ্মশানে ওই নাবালিকাকে দাহ করা হয়েছিল সেই শ্মশান পরিদর্শন করে দেখেন তিনি।