পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- পূর্ব মেদিনীপুর জেলার তমলুক শহরের প্রাচীন ঐতিহ্যবাহী একটি মন্দির হল ধরিন্দার শিব মন্দির, শিব মন্দিরে নীলযাত্রা উপলক্ষে আশেপাশের কয়েকটি গ্রাম ও তমলুক শহরের মানুষ সহ প্রায় ১০ হাজার ভক্তের সমাগম হয় এই মন্দিরে, বিগত কয়েক বছর প্রায় সোনার ছিনতাইয়ের ঘটনা ঘটে থাকতো এই মন্দিরে। সেই কারণে মন্দির চত্বর জুড়ে নিরাপত্তা বাড়াতে বসানো হয়েছে সিসিটিভি এবং রাখা হয়েছে মহিলা ভলেন্টিয়ারও। পাশাপাশি ধারিন্দা শিব মন্দিরে নীল যাত্রা উপলক্ষে আগত সকল পুণ্যার্থীদের জল দান ও ফল দান করা হয়। উদ্যোগে ছিল কুড়ি নম্বর কমেডি এবং সহযোগিতায় ছিল জাগরণ সংঘ। এইদিন চন্দ্রনাথ ভক্তদের যাতে কোন অসুবিধা না হয় সেই কারণে মন্দির চত্বর ঘুরে দেখেন স্থানীয় কাউন্সিলর চঞ্চল কুমার খাড়া সহ বিশিষ্ট ব্যক্তিরা ।
তমলুক শহরের প্রাচীন ঐতিহ্যবাহী একটি মন্দির হল ধরিন্দার শিব মন্দির,শিব মন্দিরে নীলযাত্রা উপলক্ষে পূণ্যার্থীদের ভিড় ছিল চোখে পড়ার মতো।
![](https://www.sobkhabar.com/wp-content/uploads/2022/04/20220413_142304.jpg)
Leave a Reply