নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:- প্রত্যন্ত গ্রামীণ এলাকার তরুণ ফুটবলার শ্রীকুমার কার্জি অবশেষে সুযোগ পেলেন সন্তোষ ট্রফিতে। বাংলা দলের হয়ে খেলায় জায়গা করে নিলেন আলিপুরদুয়ার জেলার ফালাকাটার তরুণ তুর্কি শ্রীকুমার কার্জি। সম্প্রতি কেরলে আয়োজিত সন্তোষ ট্রফি টুর্নামেন্টে বাংলা দলের হয়ে খেলতে দেখা যাবে ডুয়ার্সের ফালাকাটা ব্লকের
দলগাঁও বস্তির কার্জিপাড়ার শ্রীকুমার কার্জিকে। গোটা ডুয়ার্সে বিশাল কার্জি নামেই পরিচিতি রয়েছে শ্রীকুমারের। ডুয়ার্স ছাড়াও বিভিন্ন জেলায় ফুটবল খেলে ইতিমধ্যে মানুষের নজর কেড়েছেন শ্রীকুমার।পড়াশোনার পাশাপাশি ফুটবল খেলাকেই নিজের পছন্দের খেলা হিসেবে বেছে নিয়েছে ছোটবেলা থেকেই। স্কুল , কলেজ, সহ বিভিন্ন ক্লাব লিগ খেলে ভালো সাফল্যও পেয়েছে সে। বাংলা দলে জায়গা পেয়ে ভীষণ খুশি শ্রীকুমারের বাবা,মা পরিবার সহ গোটা জেলার মানুষ।
জানা গিয়েছে, শ্রীকুমারের বাবা বিপিন বাবু পেশায় জটেশ্বর উচ্চ বিদ্যালয়ের নন টিচিং স্টাফ। তিনি জানান, ছেলের ছোট বেলা থেকেই ফুটবল অন্ত প্রাণ। ১০-১১ বছর বয়স থেকেই ফুটবল ধ্যানজ্ঞান হিসাবে বেছে নিয়েছিল শ্রীকুমার। ওই সময় থেকে বাড়িতে রোনাল্ডোর খেলা দেখতে আর বাড়ির উঠোনে রোনাল্ডোর মতো বল দিয়ে ড্রিবলিং করার চেষ্টা করত। জানা গিয়েছে, বুধবার সকালে কেরলের উদ্দ্যেশ্য রওনা দেয় শ্রীকুমার। ভবিষ্যতে জাতীয় দলে খেলার স্বপ্ন দেখে ওই যুবক। এখনও সকল ও বিকেল ২ ঘন্টা করে কঠিন অনুশীলন করেন তিনি।