নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- আবারও গঙ্গায় স্নান করতে নেমে জলে তলিয়ে গেল ২৪ বছর বয়সী এক যুবক, ঘটনায় তীব্র চাঞ্চল্য গঙ্গার ঘাট এলাকায়। জানা যায় বুধবার শান্তিপুর বড়বাজার এলাকার রথতলা থেকে নীল পুজো উপলক্ষে এক যুবক তার পরিবারের সাথে শান্তিপুর বড়বাজার গঙ্গার ঘাটে স্নান করতে আসে। এরপরে পরিবার ও ওই যুবক স্নান করতে নামে, স্নান করতে করতেই সৌভিক দত্ত নামে ওই যুবক জলে তলিয়ে যাই। চেঁচামেচি করতেই নৌকা নিয়ে আসে গঙ্গাই মাছ ধরার মাঝিরা, কিন্তু ততক্ষণে যুবক সৌভিক দত্ত জলে তলিয়ে যায়। পরিবারের উপস্থিতিতে ওই যুবক জলে তলিয়ে যাওয়ার ঘটনায় কান্নায় ভেঙে পরে গোটা পরিবার। যদিও এই ঘটনায় গঙ্গার ঘাট এলাকায় তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছায় শান্তিপুর থানার পুলিশ, এছাড়াও ওই যুবক কিভাবে জলে তলিয়ে গেল তা জানার চেষ্টা করে। যদিও মাত্র তিনদিন আগেই পাশের একটি গঙ্গার স্নান করার ঘাটে একই সাথে জলে তলিয়ে যায় দুই যুবক। এরপর ৭২ ঘন্টা পরে দুই যুবকের মৃতদেহ উদ্ধার হয়। আবারো নীল পূজার দিনিই আরো এক যুবকের জলে তলিয়ে যাওয়ার ঘটনা ঘটলো। তবে প্রত্যক্ষদর্শী থেকে শুরু করে পরিবারের দাবি, শান্তিপুরের যে ক’টি স্নান করার গঙ্গা ঘাট রয়েছে সেই ঘাট গুলি বর্তমান পরিস্থিতিতে পরিকাঠামো ঠিকঠাক নেই। গঙ্গার স্নান করার ঘাট থেকে নামতেই বড় বড় গর্ত,প্রশাসন যদি এই বিষয়গুলোর উপর একটু নজর দেয় তাহলে বারে বারে হয়তো এই ধরনের দুর্ঘটনা ঘটবে না।