নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:- আগ্নেয়াস্ত্রসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করল ফালাকাটা থানার অন্তর্গত জটেশ্বর ফাঁড়ির পুলিশ। বুধবার ওই বেআইনি আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে আলিপুরদুয়ারের ফালাকাটা থানার জটেশ্বর পুলিশ ফাঁড়ির যোগীঝোড়া এলাকায়।জানা গিয়েছে,বুধবার রাতে গোপন সুত্রে খবর পেয়ে, অভিযান চালিয়ে অনিল রায় নামের এক ব্যক্তিকে পাকড়াও করে পুলিশ। সূত্রে খবর,পুলিশের উপস্থিতি টের পেয়ে ওই ব্যক্তি পালানোর চেষ্টা করলে জটেশ্বর পুলিশ ফাঁড়ির আধিকারিকদের সঙ্গে এক প্রস্থ ধস্তাধস্তিও হয়।এরপর তল্লাশি চালিয়ে ওই ব্যক্তির কাছ থেকে একটি দেশি পিস্তল ও চার রাউন্ড ব্যবহৃত কারতুজ ও একটি তাজা কার্তুজ উদ্ধার করে পুলিশ।ধৃতকে বৃহস্পতিবার আলিপুরদুয়ার আদালতে চালান করেছে পুলিশ।
Leave a Reply