দীর্ঘ তিন ঘন্টার রুদ্ধশ্বাস প্রচেষ্টার পর অবশেষে শান্তিপুর থেকে বস্তাবন্দি দুটি প্রমাণ সাইজের বিষধর গোখরো সাপ।

0
401

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:-  আজ সকালে শান্তিপুর 16 নম্বর ওয়ার্ডের চড় সারাগর পাড়া এলাকার ,বাসিন্দা শিবনাথ বিশ্বাস এর স্ত্রী তার বাড়ির রান্না ঘরে হঠাৎই সকালবেলায় একটি বিষধর গোখরো সাপ কে দেখতে পায়। সাপটি রান্না করার জ্বালানি রাখা বস্তার ফাঁকে ঢুকে যায়, স্বভাবতই তারপর ভীতসন্ত্রস্ত হয়ে পড়েন পরিবারের সকলে । তারপর চিৎকার চেচামেচি শুরু করলে ,প্রতিবেশীরা এসে জড়ো হয় তার বাড়িতে ,এবং সেই রান্না ঘরের জ্বালানি ভর্তি বস্তা সরাতে থাকেন ।তখন সেখানে দু-তিনটি গর্ত দেখতে পান তারা ,স্বভাবতই মাটির মেঝে হওয়াতে সেখানে গর্ত দেখে সন্দেহ হয় তাদের ।তারা অনুমান করেন এর ভেতরেই রয়েছে বিষধর গোখরো সাপ টি, স্বভাবতই তারপর সাধারণ মানুষ সেখানে গর্ত করতে শুরু করেন, এবং দেখতে পান একটি নয় দু-দুটি বিষধর গোখরা সাপ রয়েছে সেখানে। তারপরই তারা খবর দেন বনদপ্তর এ, তারপর শান্তিপুরের বন্যপ্রাণী উদ্ধারকারী অনুপম সাহা সেখানে গিয়ে উপস্থিত হন, এবং টানা তিন ঘন্টার রুদ্ধশ্বাস প্রচেষ্টায় বস্তাবন্দি করেন সেই বিষধর গোখরো সাপ দুটি ।স্বভাবতই সাপ উদ্ধারের পর স্বস্তি পরিবারের লোকজনের, এ ব্যাপারে শান্তিপুরের বন্যপ্রাণীর উদ্ধারকারী অনুপম সাহা জানান এই সাপ দুটিকে এখন বাহাদুরপুর পলাশ গাছি ফরেস্টে ,বনদপ্তর এর হাতে তুলে দেয়া হবে । তিনি আরো জানান এই দুটি সাপ প্রমাণ সাইজের, অতএব এদের বাচ্চা থাকতে পারে ।এলাকার মানুষকে খুব সচেতন থাকতে হবে ,এবং যেহেতু গরমের প্রাদুর্ভাব দেখা গিয়েছে সেহেতু বাড়ির জঞ্জাল মুক্ত রাখতে হবে, অন্ধকারে টর্চ নিয়ে চলাফেরা করতে হবে ,এবং ঘুমানোর সময় অবশ্যই মশারি টানিয়ে ঘুমোতে হবে ।তবে আতঙ্কিত হওয়ার কিছু নেই, কোনরকম সমস্যা হলে তৎক্ষণাৎ বনদপ্তর এ ফোন করতে হবে। তবে সাত সকালে দু-দুটি বিষধর গোখরো সাপ গৃহস্থ বাড়ি থেকে উদ্ধারের ঘটনায় ,রীতিমতো চাঞ্চল্য ছড়ায় শান্তিপুর চর সারাগর এলাকায় ।