জমি দখলের প্রতিবাদ করায় এক বৃদ্ধকে মারধর এবং তার ছেলেকে অপহরণ করার অভিযোগ।

0
223

নিজস্ব সংবাদদাতা, মালদা: জমি দখলের প্রতিবাদ করায় এক বৃদ্ধকে মারধর এবং তার ছেলেকে অপহরণ করার অভিযোগ। থানায় লিখিত অভিযোগ দায়ের করা হলেও পুলিশ কোন ব্যবস্থা নিচ্ছে না বলে অভিযোগ আক্রান্তের পরিবারের। ঘটনাটি ঘটেছে বৈষ্ণবনগর থানার পারদেওনাপুর হিজল টোলা এলাকায়।
জানা গেছে আক্রান্তের নাম মতিউর রহমান। বয়স ৫৫। জানা যায় তাদের পাঁচ বিঘা জমি রয়েছে। সেই জমির দখল নিতে চাইছে প্রতিবেশী বিশুরুদ্দিন শেখ, সাদ্দাম সেখ সহ বেশ কয়েকজন বলে অভিযোগ। রবিবার সেই জমি দখলের প্রতিবাদ করায় ওই বৃদ্ধকে হাসুয়া এবং রড় দিয়ে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। ঘটনায় গুরুতর ভাবে আহত হন ওই বৃদ্ধ। এরপর তাকে উদ্ধার করে মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। আক্রান্তের ছেলে শুকুরুদ্দিন আহমেদের অভিযোগ, জমি দখলের প্রতিবাদ করায় তার বাবাকে বেধড়ক মারধর করা হয়েছে। তার পাশাপাশি অভিযুক্তরা তার ভাইকে অপহরণ করে রেখেছে। এই ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হলেও পুলিশ কোন ব্যবস্থা নিচ্ছে না বলে অভিযোগ।

বাইট: আক্রান্তের ছেলে শুকরুদ্দিন আহমেদ।