বিশিষ্ট শিক্ষাবিদ ডঃ সর্বপল্লী রাধাকৃষ্ণানের তিরোধান দিবস পালন।

0
255

নিজস্ব সংবাদদাতা, জলপাইগুড়িঃ- আজ ১৭ই এপ্রিল, ২০২২ সানুপাড়া শিক্ষক দিবস উদযাপন কমিটির পক্ষ থেকে ভারতবর্ষের প্রথম উপরাষ্ট্রপতি, দ্বিতীয় রাষ্ট্রপতি, দার্শনিক, ভারতরত্ন, বিশিষ্ট শিক্ষাবিদ ডঃ সর্বপল্লী রাধাকৃষ্ণানের তিরোধান দিবস পালন করা হয়। সকাল ৯ টায় আবক্ষ মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা জানান শিক্ষক ও সাহিত্যিক শ্রী উমেশ শরমা, প্রাক্তন প্রধান শিক্ষিকা শ্রীমতী আলপনা নাগ সরকার, শিক্ষক সুজয় বর্মন, কবি পার্থ বন্দ্যোপাধ্যায়, ইঞ্জিনিয়ারিং কলেজের ছাত্রদের জ্যোতি গ্রুপের বিশিষ্ট জনেরা। আজকের প্রয়ান দিবসে শ্রদ্ধার সাথে সাথে দুস্থ ছাত্র সায়ন তামাংকে লেখাপড়ার সামগ্রী তুলে দেন শিক্ষক উমেশ শরমা তার পাশাপাশি সায়নের পাশে থাকার অংগীকার করা হয় কমিটির পক্ষ থেকে । এছাড়া এলাকার ছাত্র-ছাত্রীদের লেখাপড়ার সামগ্রী প্রদান করা হয় ও সমাজের গুনীজনদের মানপত্রের সাথে সম্মান দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষক বুজু দা, প্রাক্তন পঞ্চায়েত সদস্যা শ্রীমতী ছায়া ঘোষ, গ্রীন জলপাইগুড়ির প্রতিনিধি শ্রী বিদ্যুৎ দাস, শিক্ষক দিবস উদযাপন কমিটির সম্পাদক গণেশ ঘোষ সহ প্রমুখ।