মনিরুল হক, কোচবিহারঃ আগামী এপ্রিল মাসের মধ্যেই কোচবিহার জেলার বিভিন্ন ব্লকের ব্লক সভাপতি পরিবর্তন করা হবে। এদিন মাথাভাঙার মাথাভাঙ্গা ২ ব্লকের নিশিগঞ্জে তৃণমূলের কর্মীসভা থেকে এমনই ইঙ্গিতদিলেন দলের জেলা সভাপতি পার্থ প্রতিম রায়। আর এই ঘসনার পর থেকেই জেলা জুরে শুরু হয়েছে জোর জল্পনা।
এদিন ওই সভায় বক্তব্য রাখতে গিয়ে তৃণমূলের জেলা সভাপতি পার্থপ্রতিম রায় বলেন, কোচবিহার জেলায় এপ্রিল মাসেই পরিবর্তন করা হতে পারে দু’তিন জন তৃণমূলের ব্লক সভাপতিকে। এদিন নিশিগঞ্জে তৃণমূলের কর্মীসভায় এই ইঙ্গিতের পর বিভিন্ন ব্লকে শুরু হয়েছে জল্পনা।
এদিনের সভায় পার্থবাবু বলেন, ‘এপ্রিল মাসের মধ্যেই দলের পূর্নাঙ্গ জেলা কমিটি গঠিত হবে। এমাসের মধ্যেই মাথাভাঙ্গা ২ ব্লকের দশটি অঞ্চলে তৃণমূলের নতুন অঞ্চল সভাপতির নাম ঘোষনা করা হবে। মাথাভাঙ্গা ২ ব্লকের পূর্নাঙ্গ কমিটি খুব শিঘ্রই ঘোষনা করা হবে। পাশাপাশি কোচবিহার জেলার দু’তিনটি ব্লক সভাপতিও পরিবর্তন হতে পারে বলে এদিন ইঙ্গিত দেন তিনি।
এদিন নিশিগঞ্জ নেতাজি সুভাষ সদনে তৃণমূল কংগ্রেসের কর্মী সভা অনুষ্ঠিত হয়। কর্মীসভায় তৃণমূলের নয়া জেলা সভাপতি পার্থপ্রতিম রায়কে সংবর্ধনাও দেওয়া হয়।
এদিনের এই সভায় তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি পার্থ প্রতিম রায় ছাড়াও এছাড়াও উপস্থিত ছিলেন তৃণমূল যুব কংগ্রেসের কোচবিহার জেলা সভাপতি কমলেশ অধিকারী, জেলার মহিলা তৃণমূল কংগ্রেস সভাপতি সুচিস্মিতা দেবশর্মা, প্রাক্তন মন্ত্রী বিনয় কৃষ্ণ বর্মন, কোচবিহার জেলা পরিষদের সভাধিপতি উমাকান্ত বর্মন, তৃণমূলের মাথাভাঙ্গা ২ ব্লক সভাপতি প্রদীপ রঞ্জন রায়, ব্লকের সহ-সভাপতি অধ্যাপক সাবলু বর্মন, অতনু সাহা সহ প্রমূখরা। কর্মীসভার পরে অস্বাভাবিক দ্রব্য মূল্য বৃদ্ধির প্রতিবাদে কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে ধিক্কার মিছিলও করেন তৃণমূল কর্মীরা বলেও জানা যায়।
Leave a Reply