কোচবিহার শহরে পানীয় জলের সমস্যা মেটাতে নয়া পাম্প হাউজের সূচনায় রবি।

মনিরুল হক, কোচবিহারঃ পানীয় জল সরবরাহের জন্য নতুন পাম্প হাউজের সূচনা করলেন কোচবিহার পুরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ। আজ কোচবিহার শহরের ১৮ নম্বর ওয়ার্ডের আমতলায় ওই পাম্প হাউজ করা হয়েছে। ওই পাম্প হাউজের সূচনা অনুষ্ঠানে রবীন্দ্রনাথ বাবু ছাড়াও উপস্থিত ছিলেন ১৮ নম্বর ওয়ার্ডের সিপিআইএম কাউন্সিলার মধুছন্দা সেনগুপ্ত সহ পুরসভার আধিকারিকরা উপস্থিত ছিলেন।
রবীন্দ্রনাথ বাবু জানিয়েছে, প্রায় সাড়ে পাঁচশো ফিট পাইপ বসিয়ে ২৫ হর্স পাওয়ারের পাম্প মেশিন দিয়ে ১৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের মধ্যে ওই পানীয় জল সরবরাহ করা হবে। প্রথম দিকে পাইপের জলের চাপ নেওয়ার কতটা ক্ষমতা আছে তা দেখার জন্য কিছুটা জল সরবরাহ করা হবে। দুদিন তা দেখার পর স্বাভাবিক ভাবে পানীয় জল সরবরাহ করা হবে বলে রবীন্দ্রনাথ বাবু জানান।
কোচবিহার শহরে একদিকে তোর্সা নদী থেকে জল তুলে এনে পরিস্রুত করে যেমন বাসিন্দাদের মধ্যে সরবরাহ করা হচ্ছে, তেমনি বিভিন্ন ওয়ার্ডে নতুন নতুন পাম্প বসিয়ে পানীয় জলের সঙ্কট থেকে বাসিন্দাদের মুক্তি দেওয়ার চেষ্টা করছে পুরসভা। বেশীর ভাগ ওয়ার্ডে পানীয় জলের সমস্যা মিটে গেলেও কিছু কিছু ওয়ার্ডে ওই সমস্যা এখনও থেকে গিয়েছে। আর সেই কারণেই নতুন করে পাম্প বসিয়ে পানীয় জল সরবরাহের কাজ করার উদ্যোগ নিয়েছে পুরসভা কর্তৃপক্ষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *