নদীয়া, নিজস্ব সংবাদদাতা:– নদীয়া জেলার কল্যাণী সীমান্ত রেল স্টেশনে ট্রেন অবরোধ করল হকাররা। তাদের দীর্ঘদিনের দাবি সীমান্ত থেকে প্রথম যে ট্রেনটি দেওয়া হতো পাঁচটা দুইয়ের সেই ট্রেনটি চালানো হোক। সীমান্ত থেকে শিয়ালদা গামী ফাস্ট ট্রেনটি বন্ধ করে রেখেছে রেল কর্তৃপক্ষ। বারংবার কর্তৃপক্ষকে জানিয়ে কোনো লাভ হয়নি। অবশেষে বাধ্য হয়েই সোমবার সকালে অবরোধের পথে নামল হকার ও ব্যবসায়ীরা। যদিও এ বিষয়ে রেল কর্তৃপক্ষের কোনো আধিকারিক ঘটনাস্থলে এখনো এসে পৌঁছায়নি।
Leave a Reply