বীরভূম, সেখ ওলি মহম্মদঃ- গতকাল রাত্রি ১১ টা নাগাদ রানিগঞ্জ মোরগ্ৰাম ১৪ নং জাতীয় সড়কের ওপর বীরভূম জেলার দুবরাজপুরের সাতকেন্দুরিতে পথ দুর্ঘটনায় মৃত হল দুইজনের। পেশায় তাঁরা দুজনেই রাঁধুনি।
বর্ধমান জেলার খান্দরা থেকে দুই রাঁধুনি বীরভূমের দুবরাজপুরে আসছিলেন রান্নার কাজের জন্য। সাতকেন্দুরি মোড়ে উল্টো দিক থেকে আসা একটি লরি ধাক্কা মারে। ঘটনাস্থলে মারা যান ৪৬ বছর বয়সী অনাথ মুখার্জী এবং আহত সনাতন প্রধানকে সিউড়ি সদর হাসপাতালে পাঠানো হলে ওখানে মৃত বলে ঘোষণা করেন ডাক্তারবাবু। বাড়ির আত্মীয় স্বজনদের খবর দেওয়া হয়েছে। তাঁরা খবর পেয়ে তড়িঘড়ি দুবরাজপুর থানায় আসেন। অনাথ মুখার্জির মামা নিতাই চ্যাটার্জি জানান, আমার ভাগ্নে ও আর একজন রান্নার কাজের জন্য দুবরাজপুর এসেছিল। কয়েকজন কিন্তু খাওয়ার জন্য সাতকেন্দুরী মোড়ে একটি হোটেলে খেতে যায়। তারপর হোটেল থেকে বেরিয়ে একটি লরি তাঁদের মোটর সাইকেলে ধাক্কা মারলে ঘটনাস্থলেই মারা যায় আমার ভাগ্নে অনাথ মুখার্জি এবং সিউড়ি হাসপাতালে মারা যায় সনাতন প্রধান।
Leave a Reply