নিজস্ব সংবাদদাতা, মালদাঃ-টাকা নিয়ে বালি, মাটি মাফিয়াদের মদত দিচ্ছে মালদার রতুয়া থানার আইসি এমনি অভিযোগ।পাচার হয়ে যাচ্ছে নদীর হাজার হাজার ট্রলি বালি, মাটি। এমনই বিস্ফোরক মন্তব্য করেছিলেন সেচ ও উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন ও রতুয়া বিধানসভার তৃণমূল কংগ্রেসের বিধায়ক সমর মুখোপাধ্যায়। কিন্তু মন্ত্রী ও বিধায়কের উল্টোসুরে হাঁটলেন তৃণমূল কংগ্রেসের রতুয়া ব্লকের সভাপতি ফজরুল হক। রতুয়া থানার আইসি ও পুলিশকর্মীদের দরাজ সার্টিফিকেট দিলেন তিনি। থানাতেই আইসির কাজের প্রশংসা করে সম্বোধিত করলেন তিনি। তৃণমূল কংগ্রেহের রতুয়া বিধানসভার বিধায়ক সমর মুখ্যার্জী মাটি ও বালি মাফিয়াদের সাথে যুক্ত এমন অভিযোগ তুলে সরব হলেন ফজরুল হক। তিনি বলেন সমরবাবুর বয়স হয়েছে। তাই মাথা বিগরে গেছে। রতুয়া থানা আইসি দক্ষ অফিসার। তাকে এইভাবে মিথ্যা অপবাদ দেওয়া অন্যায়।
Leave a Reply