তৃতীয় দ্রুততম ভারতীয় ব্যাটার হিসাবে আইপিএলে ১০০০ রান সংগ্রহ করবার নজির গড়েছেন রাজস্থান রয়্যালসের ওপেনার দেবদত্ত পাডিক্কল।

0
627

রাজস্থান রয়্যালসের প্রতিশ্রুতিমান ওপেনার আইপিএলে ১০০০ রান সংগ্রহের জন্যে মাত্র ৩৫টি ইনিংস নিয়েছেন। ভারতীয় ক্রিকেটের ভবিষ্যত মনে করা হয় দেবদূত পাডিক্কালকে। আইপিএলের দ্রুততম ১০০০ রান সংগ্রহকারী ভারতীয় ব্যাটারদের তালিকায় চতুর্থ স্থানে থাকা গৌতম গম্ভীর নিয়েছিলেন ৩৬টি ইনিংস। মুম্বাই ইন্ডিয়ান্সের অধিনায়ক রোহিত শর্মা ও চেন্নাই সুপার কিংসের কিংবদন্তি মহেন্দ্র সিং ধোনি ৩৭টি ইনিংস খেলেই আইপিএলে ১০০০ রানের মাইলস্টোন অর্জন করেছিলেন। বাম হাতি ব্যাটার কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে শুরুটা ভাল করেও ১৮ বলে ২৪ রান করে আউট হন তিনি। তবে এই ম্যাচেই কিংবদন্তিদের পিছনে ফেলে এক দারুণ নজির গড়ে ফেললেন পাডিক্কাল।

ভারতীয় ব্যাটারদের মধ্যে আইপিএলে দ্রুততম ১০০০ রান সংগ্রহের নজির রয়েছে সচিন তেন্ডুলকরের দখলে। সর্বকালের অন্যতম শ্রেষ্ঠ ব্যাটার মাত্র ৩১টি ইনিংস খেলেই ১০০০ আইপিএল রানের গন্ডি পার করেছিলেন। মাস্টার ব্লাস্টার সচিনের পর তালিকার দ্বিতীয় স্থানে রয়েছেন ভারতীয় দল ও চেন্নাই সুপার কিংসের প্রাক্তন ক্রিকেটার সুরেশ রায়না। বাম হাতি বিস্ফোরক ব্যাটার ১০০০ আইপিএল রানে পৌঁছানোর জন্যে ৩৪টি ইনিংস নিয়েছিলেন। দেবদত্ত পাডিক্কলের সঙ্গে যুগ্মভাবে তালিকার তৃতীয় স্থানে রয়েছেন দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক ঋষভ পন্থ। বাম হাতি উইকেটরক্ষক ব্যাটারও ১০০০ রানে পৌঁছানোর জন্যে ৩৫টি ইনিংস নিয়েছিলেন। গত মরশুমে আরসিবির হয়ে ৪১১ রান করার পর এ মরশুমে তাঁকে ৭.৭৫ কোটি টাকায় কেনে রাজস্থান। এখনও পারফর্ম না করতে পারলও, ২১ বছর বয়সি তারকার এই নজির তাঁর প্রতিভা প্রমাণ করার জন্য যথেষ্ট।