জাতীয় স্তরে সম্মান অর্জন ও সুস্থ্য শরীর গড়ে তুলতে তমলুকে সন্তরণ প্রশিক্ষণ কেন্দ্রের আনুষ্ঠানিক উদ্বোধন।

0
310

পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:-  পুস্করিণীতে নেমে সাঁতার কাটার প্রবনতা একেবারেই কমে যাচ্ছে কচিকাঁচা থেকে বয়স্কদের । পুস্করিণীতে সাঁতার কাটালে শরীর যেমন সুস্থ থাকবে তেমনি,জেলা, রাজ্য ও জাতীয় স্তরের সাঁতারের বিভিন্ন প্রতিযোগিতায় সম্মান অর্জন করা যায়। জেলা তথা পূর্ব মেদিনীপুর জেলার তমলুকের মানুষের কথা ভেবে তাম্রলিপ্ত সুমিং ক্লাবের উদ্যোগে বৈকুন্ঠ সরবরে সন্তান প্রশিক্ষণ শিবিরের উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন রাজ্যের সেচ ও জলপথ দপ্তরের মন্ত্রী সৌমেন কুমার মহাপাত্র। এছাড়াও উপস্থিত ছিলেন তাম্রলিপ্ত পুরসভার চেয়ারম্যান দীপেন্দ্র নারায়ন রায়, প্রাক্তন চেয়ারম্যান রবীন্দ্রনাথ সেন,কাউন্সিলর চঞ্চল খাঁড়া সহ অন্যান্যরা। এইদিন মন্ত্রী সৌমেন কুমার মহাপাত্র জানান, সাঁতার এমন একটা প্রশিক্ষণ যা মানব শরীরের সমস্ত রোগ মুক্ত করতে সাহায্য করে। বর্তমান সময়ে অনেকেই পুস্করিণীতে সাঁতার কাটেন না। আমি আহ্বান করবো সময় করে সাঁতার কাটার।