মনিরুল হক,কোচবিহার: বারবার খবরের শিরোনামে উঠে আসছে বিভিন্ন রাস্তার বেহাল অবস্থা। ভাঙ্গা বেহাল রাস্তা নিয়ে মানুষের ভোগান্তির কথা জানা গেছে। অবরোধ, বিক্ষোভ করতেও দেখা গেছে অনেককে রাস্তা সংস্কারের দাবী নিয়ে। এবার বেহাল রাস্তায় ধানের চারা রোপণ করে অভিনব কায়দায় ক্ষোভ প্রকাশ করেন স্থানীয় বাসিন্দাদের একাংশ। ঘটনাটি মাথাভাঙ্গা ১ নং ব্লকের নয়ারহাট গ্রাম পঞ্চায়েতের পানিগ্রামের আমবাগান এলাকায়।
স্থানীয় বাসিন্দাদের একাংশ জানান, দীর্ঘদিন ধরে মাথাভাঙ্গা ১ নং ব্লকের নয়ারহাট গ্রাম পঞ্চায়েতের পানিগ্রামের আমবাগান এলাকায় ১ কিমি রাস্তার বেহাল পরিস্থিতি। খানাখন্দে ভরা রাস্তা একেবারে চলাচল অযোগ্য। তারা আরও জানান গ্রাভেল করার জন্য পঞ্চায়েত সদস্য, পঞ্চায়েত প্রধান সহ পঞ্চায়েত সমিতি কিংবা পূর্বতন বিধায়ক হিতেন বর্মনকে জানালেও কোন কাজ হয়নি। বারবার অভিযোগ করেও কাজের কাজ কিছুই হয়নি বলে বলে অভিযোগ করেন তারা।
কোন রকম উপায় না দেখে তাই এদিন তারা রাস্তার কাঁদায় ধানের চারা রোপণ করে ক্ষোভ প্রকাশ করে বলে খবর। উল্লেখ্য, এই রাস্তা দিয়ে নয়ারহাট, পকিহাগা, মাথাভাঙ্গা শহরে যাওয়া আসা করার রাস্তা। এলাকাটি কৃষি নির্ভর হওয়ায় রাস্তার উপর চাপ বাড়ছে। রাস্তাটি খানা খন্দে ভর্তি বলে অভিযোগ করেন স্থানীয়রা। সংশ্লিষ্ট ব্লকের পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি মজিরুল হোসেন জানান, ইতিমধ্যেই গ্রাভেল করার জন্য প্রস্তাব পাঠানো হয়েছে। কাজ শুরু হবে।
Home রাজ্য উত্তর বাংলা বেহাল রাস্তা, চলাচলের অনুপযোগী, ধানের চারা রোপণ করে অভিনব কায়দায় ক্ষোভ প্রকাশ...