নিজস্ব সংবাদদাতা, বাঁকুড়াঃ এবিটিএ, এবিপিটিএ, ওয়েবকুটার উদ্যোগে রাজ্যে শিক্ষক শিক্ষাকর্মী নিয়োগে লাগামহীন দুর্নীতির প্রতিবাদে, অভিযুক্তদের শাস্তি ও অপসারনের নারী নির্যাতনের প্রতিবাদে,নির্যাতনকারীদের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবিতে,রাজ্যে নৈরাজ্য অবসানের দাবিতে এক প্রায় 250 জনের শিক্ষক শিক্ষাকর্মীদের এক প্রতিবাদ মিছিল বাঁকুড়া এবিটিএর দপ্তর থেকে শুরু করে বাঁকুড়া শহর পরিক্রমা করে মাচানতলায় এসে বিক্ষোভ সভা করে।
এই সভায় এবিটিএর সাধারন সম্পাদক সুকুমার পাইন
প্রতিবাদ জানিয়ে শিক্ষাব্যবস্থার দুর্নীতির কথা তুলে ধরেন।
শিক্ষায় বেসরকারিকরনের বিরোধিতা করেন।সাধারনের শিক্ষা ব্যবস্থা রক্ষার কথা বলেন।
এছাড়াও বক্তব্য রাখেন এবিটিএর জেলা সম্পাদক অস্মিতা দাশগুপ্ত,
তিনি বলেন,শিক্ষক -শিক্ষাকর্মী দুর্নীতির প্রতিবাদ করে অভিযুক্তদের শাস্তির দাবি করেন।ছাত্রী ও নারীদের ধর্ষন করে খুন করে দেওয়া লাগাতার হচ্ছে।এর বিরুদ্ধে পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে অপরাধীদের দৃষ্টান্ত মূলক শাস্তি দাবি করেন।
বক্তব্য রাখেন এবিপিটিএর জেলা সম্পাদক বিমান পাত্র।ওয়েবকুটার জেলা সম্পাদক স্বপন মুখার্জি।
সভা পরিচালনা করেন আশিস পান্ডে,অশোক মুখার্জি ও অশোক রায়।
Leave a Reply