সুভাষ চন্দ্র দাশ,ক্যানিং –বেআইনি কারখানার হদিশ পেয়ে তল্লাশি অভিযান চালিয়ে মহিউদ্দিন সর্দার নামে এক বেআইনি অস্ত্র কারবারী কে গ্রেফতার করলো পুলিশ। পাশাপাশি ধৃতের কাছ থেকে ৮ টি নতুন তৈরী দেশীয় পিস্তল,৩ টি পুরানো বন্দুক,আগ্নেয়াস্ত্র তৈরী করার যন্ত্রাংশ, ল কাটার মেশিন,ড্রীল, পালিশ করার মেশিন, স্ক্রু ড্রাইভার, হাতুড়ি সহ অন্যান্য জিনিসপত্র।পুলিশ সুত্র জানা গিয়েছে দক্ষিণ ২৪ পরগনা জেলার কুলতলি থানার অন্তর্গত কুন্দখালি-গোদাবর গ্রাম পঞ্চায়েতের কেল্লা বাজারের সংলগ্ন আন্ধারিয়া পূর্বপাড়ার বাসিন্দা মহিনউদ্দিন পোল্ট্রি ব্যবসা করতো। গত প্রায় ৬ মাস আগে পোল্ট্রি ফার্মের আড়ালেই বেআইনি অস্ত্র কারখানা খুলে গোপনে বেআইনি আগ্নেয়াস্ত্রের কারবার শুরু করে। এমন তথ্য গোপনে পৌঁছে যায় বারুইপুর পুলিশ জেলার স্পেশাল টীম ও কুলতলি থানার পুলিশের কাছে।বৃহষ্পতিবার এমন তথ্য পেয়ে নড়েচড়ে বসে বারুইপুর পুলিশ জেলার স্পেশাল অপারেশান গ্রুপ।বৃহষ্পতিবার বিকালেই স্পেশাল অপারেশান গ্রুপের পুলিশ ও কুলতলি থানার পুলিশের যৌথ নেতৃত্ব বিশাল পুলিশ বাহিনী আন্ধারিয়া পূর্বপাড়ার বাসিন্দা মহিনউদ্দিন সর্দারের বাড়িতে তল্লাশি অভিযান চালায়।পোল্ট্রী ফার্মের আড়ালে চলা বেআইনি অস্ত্র কারখানা থেকে নতুন তৈরী প্রচুর পরিমান আগ্নেয়াস্ত্র সহ অস্ত্র তৈরীর যন্ত্রাংশ উদ্ধার করে পুলিশ।
গ্রেফতার করে বেআইনি আগ্নেয়াস্ত্র কারখানার মালিক মহিনউদ্দিন কে।
কার কাছে অস্ত্র তৈরী শেখা, এর আগে কোথায় অস্ত্র বিক্রি করেছে,এই ব্যবসায় আর কে বা কার যুক্ত রয়েছে? এসব জানতে বৃত বেআইনি অস্ত্র কারবারীকে পুলিশ রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ চালানো হবে বলে জানিয়েছে বারুইপুর জেলা পুলিশের অতিরিক্ত সুপার ইন্দ্রজিত বসু।