ঝিমিয়ে পড়া সংগঠনকে চাঙ্গা করতে তৎপর গেরুয়া শিবির, মেদনীপুর শহরে একাধিক দাবি নিয়ে মিছিল,উপস্থিত সর্বভারতীয় সহ সভাপতি ও রাজ্য সভাপতি।

0
306

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:-  ঝিমিয়ে পড়া সংগঠনকে শক্তিশালী করার জন্য রাজ্য জুড়ে রাস্তায় নেমে আন্দোলন গড়ে তোলার নির্দেশ দিয়েছে বিজেপির রাজ্য নেতৃত্ব। গত বিধানসভা নির্বাচনের পর একের পর এক নানা নির্বাচনে তৃনমূল কংগ্রেসের এর কাছে পরাজিত হন বিজেপি। এছাড়াও নানা গোষ্ঠী দ্বন্দে জর্জরিত বিজেপি। এর ফলে নীচুতলার কর্মীরা হতাশ হয়ে পড়েছে। কেউবা বসে গিয়েছে। সেই ঝিমিয়ে সংগঠনকে চাঙ্গা করতে দলীয় নির্দেশ অনুযায়ী আজ রাজ্য সরকারের নানা জনস্বার্থবিরোধী কাজ, আইন শৃঙ্খলার অবনতি, চতুর্দিকে ধর্ষণ, খুন, রাজনৈতিক হত্যাকাণ্ড, বেকার যুবকদের চাকরির দাবিতে পথে নেমে আন্দোলন করতে পশ্চিম মেদিনীপুর জেলা বিজেপির পক্ষ থেকে একটি মিছিল সংগঠিত হয় রবিবার বিকেলে। মিছিলটি শহরের জর্জকোর্ট সংলগ্ন টিভি টাওয়ার মাঠ থেকে শুরু হয়ে সারা শহর পরিক্রমা করে কালেক্টরেট মোড়ে শেষ হয়। এইদিন এই মিছিলে নেতৃত্ব দেন বিজেপির সর্ব ভারতীয় সহ-সভাপতি তথা মেদিনীপুর লোকসভা কেন্দ্রের সংসদ দিলীপ ঘোষ,রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, রাজ্য সহ সভাপতি সমিত দাস, জেলা নেতৃত্ব অরুপ দাস, আশীর্বাদ ভৌমিক, দেবাশীষ দাস সহ অন্যান্য নেতৃবৃন্দ। মিছিলর প্রায় হাজার পাঁচেক কর্মী সমর্থক উপস্থিত ছিল।