রাজ্য সরকারের উন্নয়ন মূলক প্রকল্প গানের মাধ্যমে সাধারন মানুষের সামনে তুলে ধরতে তমলুকের নিমতৌড়িতে লোকশিল্পীদের প্রশিক্ষণ শিবির।

0
363

পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:-  বর্তমান সরকার লোকশিল্পীদের কথা ভেবে তাদের জন্য ভাতার ব্যবস্থা করেছে। যা ৩৪ বছরের সরকার করেনি এমনটাই দাবি শাসকদলের। এবার লোকশিল্পীদের গানের মাধ্যমে রাজ্যের উন্নয়ন মূলক প্রকল্প গুলি সাধারণ মানুষের সামনে তুলে ধরার জন্য মঙ্গলবার ও বুধবার দুদিনের প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হলো পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসনের সহায়তায় জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে তমলুকের নিমতৌড়িতে জেলাশাসকের দপ্তরে। জেলার লোকশিল্পী রাজ্য সরকারের উন্নয়ন মূলক প্রকল্প, লক্ষ্মীর ভান্ডার, স্টুডেন্ট ক্রেডিট কার্ড, কন্যাশ্রী, যুবশ্রী,সহ অন্যান্য প্রকল্প গুলিকে নিয়ে যে গান বানিয়েছে সেগুলি তথ্যগত ভাবে ঠিকঠাক আছে কি না তা দেখে নেওয়ার জন্য এই ধরনের প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে বলে জানান জেলাশাসক পূর্নেন্দু মাজী। তিনি আরও জানান, রাজ্য সরকারের নির্দেশ মতো আগামীদিনে লোকশিল্পীরা তাদের তৈরি গানগুলি জেলার বিভিন্ন প্রান্তে সাধারন মানুষের সামনে তুলে ধরবে। রাজ্য সরকারের প্রকল্পগুলি যাতে সাধারন মানুষ বুঝতে পারে ও তার পরিষেবা পায় তার জন্য এই উদ্যোগ।।