প্রকাশ কালি ঘোষাল, হাওড়া: প্রচণ্ড তাপদাহে সাধারণ মানুষকে জল বাতাসা পরিবেশন করলেন সাঁকরাইলের বিধায়িকা। পশ্চিমবঙ্গের সহ সারা ভারতবর্ষে বিভিন্ন জায়গায় প্রচন্ড তাপদাহ চলছে। এই বৈশাখে প্রখর সূর্যের তেজ পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় কোথাও ৩৯ কোথাও ৪০ কোথাও বা ৪৩ ডিগ্রি তাপমাত্রা বইছে। আবহাওয়া দপ্তর থেকে এখন পর্যন্ত বৃষ্টির হবার আশার বাণী শোনাতে পারেননি। তদুপরি কিছু কিছু জায়গায় লু বইবে এমনই মত আবহাওয়া অফিসের। এই পরিস্থিতির মধ্যে চিকিৎসকদের মতামত “একান্ত দরকার না হলে কেউ দশটার পর বাড়ির বাইরে বেরোবেন না। যদিওবা দরকারে বাড়ি থেকে বের হন তাহলে সঙ্গে নেবেন ওআরএস মিশানো জল, ছাতা। পর্যাপ্ত জল খাবেন শরীর অসুস্থ হলে ডাক্তারের পরামর্শ নেবেন” এমনই নির্দেশিকা অহরহ প্রচার করছেন সরকার থেকে শুরু করে ডাক্তারবাবুরা বিভিন্ন গণমাধ্যমে। সাঁকরাইল থানার পক্ষ থেকে চাঁপাতলার মোড়ে জল বাতাসার ব্যবস্থা করলেন সাধারণ মানুষের জন্য। এই তীব্র গরমে সাধারণ মানুষকে তৃষ্ণা মেটাতে সদা ব্যস্ত বিধায়িকা ক্ষণিকের জন্য সাঁকরাইল চাপাতলা তিন মাথা মোড়ে প্রশাসনের সঙ্গে হাত মিলিয়ে জল বাতাসা পরিবেশন করলেন। উৎসুক পথচারিগন বিধায়কের হাত হইতে জল বাতাসা পেয়ে খুবই খুশি হলেন। এমন চিত্র ধরা পড়ল আমাদের ক্যামেরায়।