যুব তৃণমূল কংগ্রেসের উদ্যোগে জলের বোতল ও ORS বিতরণ।

0
221

বীরভূম, সেখ ওলি মহম্মদঃ- প্রতিদিন রোদের পারদ চড়ছে। বর্তমানে ৪২ ডিগ্রী সেলসিয়াসের ওপরে তাপমাত্রা রয়েছে জেলায়। পাশাপাশি গরম হাওয়া ও লু বইছে জেলার বিভিন্ন প্রান্তে। তাছাড়াও এই সময়ে জলের টান একটু বেশী থাকে। এই তীব্র দাবদাহে বীরভূম জেলার দুবরাজপুর শহর যুব তৃণমূল কংগ্রেসের উদ্যোগে “মানুষের পাশে” নামে একটি প্রকল্পের মাধ্যমে জলের বোতল এবং ORS বিতরণ করা হল দুবরাজপুর বাসস্ট্যাণ্ডে। এদিন প্রায় ৭০০ জন
পথচলতি মানুুষ এবং গাড়ির চালকদের জলের বোতল ও ORS বিতরণ করা হল। এদিন উপস্থিত ছিলেন দুবরাজপুর শহর যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি সাগর কুন্ডু, দুবরাজপুর শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি স্বরুপ আচার্য, কার্যকরী সভাপতি অরিন্দম চ্যাটার্জি, তৃণমূল নেতা প্রভাত চ্যাটার্জি সহ অন্যান্য কর্মীরা। এদিন দুবরাজপুর শহর যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি সাগর কুন্ডু জানান, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মানুষের পাশে নামে প্রকল্পের মাধ্যমে আমরা দুবরাজপুর শহর যুব তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বাস স্ট্যান্ডে জলের বোতল ও ORS বিতরণ করছি। এখনও পর্যন্ত ৭০০ জনকে দেওয়া হয়েছে। এটা চলবে আগামী ৫ মে পর্যন্ত।