জেলার বিভিন্ন ব্লকে বৃষ্টি হলেও শালতোড়ার তিলুড়ী সংলগ্ন গ্রাম গুলি এই প্রথম বৃষ্টির দেখা পেল।

0
386

সুদীপ সেন, বাঁকুড়া:-  প্রচন্ড দাবদাহে পুড়ছে রাজ্য।
বাঁকুড়া, পুরুলিয়া য় তাপমাত্রা অসহনীয়।

এরই মাঝে গত দু, তিন দিন বাঁকুড়ার কিছু স্থানে হালকা থেকে মাঝারি বৃষ্টি জেলা বাসী দের কিছুটা স্বস্তি দান করে।

জেলার শালতোড়া ব্লকে আজ সন্ধ্যার পর ঠাণ্ডা বাতাস দেয়।
পরে ৩০ মিনিটের মতো বৃষ্টি হয় ।

জেলার বিভিন্ন ব্লকে বৃষ্টি হলেও শালতোড়ার তিলুড়ী সংলগ্ন গ্রাম গুলি এই প্রথম বৃষ্টির দেখা পেল।