পবিত্র খুশির ঈদ উপলক্ষে সাধারণ মানুষের মধ্যে বস্ত্র বিতরণ সামাজিক সংগঠনের।

0
338

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:–  অসহায় মানুষের পাশে দাড়ানোই নৈতিক দায়িত্ব ও লক্ষ্য, বার্তাটি সামনে রেখে এই খুশির ঈদ উপলক্ষে দুঃস্থ মানুষের মধ্যে বস্ত্র বিতরণ করলো মাজিদা ওয়েলফেয়ার সোসাইটি নামক এক সামাজিক সংগঠন।

এদিন মাজিদা তার নদীয়ার নবদ্বীপের পার্শ্ববর্তি , মিসবাপুর, তামাঘাটা, পূর্বস্থলী, বেলের হল্ট সহ বিভিন্ন এলাকায় থাকা প্রায় ৩২০ জন অসহায় দুঃস্থ মানুষদের টোটো করে ঘুরে ঘুরে বস্ত্র বিতরণ করলেন ।

বস্ত্র বিতরণ শুধুমাত্র অসহায় মানুষের প্রতি করুনা নয়, তাঁদের পাশে দাড়ানো ও খুশির দিনে আনন্দ ভাগ করে নেবার নৈতিক দায়িত্ব বলে জানায় সদস্যরা।

হৃদয়ের মানবতাবোধকে জাগ্রত করে সমাজের সকল সুবিধা বঞ্চিত মানুষের জন্য কাজ করা উচিত।
মাজিদা ওয়েলফেয়ার সোসাইটি সদস্যরা রক্তদানের পাশাপাশি অসহায় মানুষদের নিয়ে কাজ করে যাচ্ছে। এদিন এই বস্ত্র পেয়ে খুশি সেইসব অসহায় দুঃস্থ মানুষের। তবে এদিনের এই বস্ত্র বিতরনের সময় মাজিদা ওয়েলফেয়ার সোসাইটির এক সদস্য আমাদের ক্যামেরার সামনে কি বললেন একবার শুনে নেওয়া যাক।