কোচবিহারের দিনহাটায় বড়োসড়ো ভাঙন তৃণমূলে, বিজেপিতে যোগদান বিধাউওন উদয়ন ঘনিষ্ঠ জয়দীপ ঘোষ।

0
234

মনিরুল হক, কোচবিহারঃ আজ বাংলা সফরে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আর তার আগেই বড়সড় বদল ঘটলো রাজনৈতিক পরিসরে। দিনহাটায় বিজেপিতে যোগদান করলেন উদয়ন গুহর সর্বক্ষণের ছায়াসঙ্গী জয়দীপ ঘোষ সহ প্রায় ৫০০ তৃণমূল কর্মী। কার্যত আসন্ন পঞ্চায়েত নির্বাচনের আগে বিজেপিতে তৃণমূল কর্মীদের যোগদান করায় রীতিমতো বড়োসড়ো চ্যালেঞ্জ তৃণমূলের জন্য, এমনটাই অনুমান একাংশের।
এদিন দুপুরে কোচবিহার জেলা বিজেপি পার্টি অফিসে এসে জেলা সভাপতি তথা উত্তর বিধানসভা কেন্দ্রের বিধায়ক সুকুমার রায় ও কেন্দ্রের বিধায়ক নিখিল রঞ্জন দে-র হাত ধরে বিজেপিতে যোগদান করেছেন জয়দীপ ঘোষ সহ ৫০০ তৃণমূল কর্মী।
এদিন বিজেপিতে যোগদান করার পর জয়দীপ ঘোষ জানিয়েছেন, ‘একসময় উদয়ন গুহর সঙ্গে থেকে যে ভুল করেছি আজ অক্ষয় তৃতীয়া শুভ লগ্নে বিজেপিতে যোগদান করে সেই পাপ ধুয়েছি। কারণ কোচবিহার জেলায় তৃণমূলের যা অবস্থা তাতে আগামী দিনে জনগণের জন্য কোনো কাজ করা সম্ভব নয়। তাই ভারতবর্ষের সর্বশ্রেষ্ঠ দল বিজেপিতে যোগদান করে আগামী দিনে উন্নয়নের কাজ করব। তবে উদয়ন গুহ অনেকেরই হাত-পা ভেঙে দেওয়ার হুমকি দিয়েছিলেন। আমরা এবার দেখতে চাই তিনি কার হাত-পা ভেঙে কি করতে পারেন’!
আবার বিজেপির জেলা সভাপতি সুকুমার রায় বলেছেন,’ পুর নির্বাচনের সময় দিনহাটায় বিজেপি প্রার্থী দিয়ে প্রস্তুত ছিল। কিন্তু উদয়ন গুহ নিজে দাঁড়িয়ে থেকে বিজেপি প্রার্থীদের ভয় দেখিয়েছে, যার কারণে আমরা ভোট বয়কট করতে বাধ্য হয়েছি। সেক্ষেত্রে আসন্ন পঞ্চায়েত নির্বাচন রয়েছে তখন আমরা দেখব কে প্রার্থী দেয় এবং কে প্রার্থী তোলে’!