রাস্তা মেরামতের দাবিতে দীর্ঘক্ষন রাস্তা অবরোধ কৃষ্ণনগরে ।।।

0
270

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:-  রাস্তা মেরামতের দাবি তুলে পথ অবরোধ করল স্থানীয় বাসিন্দা থেকে স্থানীয় ব্যবসায়ীরা। দীর্ঘদিন ধরেই রাস্তা সারায়ের দাবি তুলে বারংবার লিখিত আবেদনপত্র জমা করে কৃষ্ণনগর পৌরসভায়। তাতে আজ পর্যন্ত প্রতিশ্রুতি ছাড়া কর্মে ফলেনি। তাই আজ স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে স্থানীয় ব্যবসায়ীরা রাস্তা মেরামতের দাবি তুলে পথ অবরোধ করে বিক্ষোভ দেখালেন। কৃষ্ণনগর থেকে মাঝদিয়া গামী রাজ্য সড়ক দীর্ঘদিন ধরেই বেহাল দশা। রাস্তার বেহাল দশার কারণে যানবাহন গেলেই প্রচন্ড রাস্তার ধুলোয় টিকতে পারছেন না ব্যবসায়ী থেকে স্থানীয় বাসিন্দারা। তাদের অভিযোগ বারংবার পৌরসভাকে জানিয়েও কোনো কাজ হয়নি। পৌরসভার তরফ থেকে কয়েকজন ইঞ্জিনিয়ার কে পাঠিয়ে শুধু প্রতিশ্রুতি দিয়ে যায়। রাস্তার ধুলোয় স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীদের প্রাণ ওষ্ঠাগত। তখন তারা আন্দোলনের পথেই হাঁটলেন। দীর্ঘক্ষন ধরে তারা কৃষ্ণনগর মাঝদিয়া রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করলেন। তাদের দাবি অবিলম্বে এই রাজ্য সড়কটির সংস্কারের কাজ শুরু করতে হবে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে কৃষ্ণনগর কোতোয়ালি থানার পুলিশ। পুলিশের আশ্বাসেই বিক্ষোভ তুলে নেয় স্থানীয় ব্যবসায়ী ও স্থানীয় বাসিন্দারা।