হাসপাতালের রোগীরা খেলেন জন্মদিনের খাবার।

0
487

সুভাষ চন্দ্র দাশ, ক্যানিং – হাসপাতালের রোগীরা খেলেন জন্মদিনের খাবার। আচমকাই বড় বড় চিকিৎসক,পুলিশ কর্মী ও শহরের বিশিষ্ট মানুষের হাত থেকে জন্মদিনের খাবার পেয়ে খুশি। ক্যানিংয়ের এক বিশিষ্ট ব্যবসায়ী তথা সমাজসেবী তন্ময় দাস ওরফে দীপু। আজ তাঁরই ৪০ তম জন্মদিন ছিল। প্রতিদিনই একটি নামী ব্র্যান্ডের কেক দোকান থেকে ক্রেতাদের কাছে বিক্রি করেন দীপু। কেউ কেউ জন্মদিন পালন করার জন্যও কেক কিনে নিয়ে যান। দিপু তাঁদের হাতে বেশ যত্ন করে কেক তুলে দেন। তবে অন্যের হাতে জন্মদিনের কেক তুলে দিলেও দীপু নিজের জন্মদিন পালন করলেন এক নতুন অভিনবত্বে। বুধবার নিজের ৪০ তম জন্মদিন পালন করেন কেক ব্যবসায়ী দীপু। নিজের জন্মদিনে তিনি বাড়িতে কেক কেটে ধুমধাম না করে পালন করেন নি। বরং হাসপাতালের অসুস্থ রোগীদের হাতে কেক, ফল ও মিষ্টি তুলে দিয়েছেন। বুধবার ক্যানিং হাসপাতালের প্রায় আড়াইশো রোগি দীপুর জন্মদিনে হাতে পেলেন কেক, ফল এবং মিষ্টি। তাঁরা আনন্দে আপ্লুত। এভাবে আগে কেউ জন্মদিন পালন করেন নি। তাই সকলেই দীপুকে দু হাত তুলে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন। জানা গেছে ক্যানিং শহরে দীপুর একটি কেকের দোকান রয়েছে। ব্যবসায়ী দীপু প্রতি বছরই তাঁর জন্মদিন পালন করেন বন্ধু বান্ধবদের সাথে ধূমধাম করে। এবার তাঁর একটু অন্য ভাবনা চিন্তা হয়েছে। তাই তিনি মনস্থ করেন হাসপাতালের চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন রোগিদের হাতে কেক ও ফল তুলে দেবেন। যেমন ভাবনা তেমন কাজ। বেশ কিছু নামী চিকিৎসকদের নিয়ে বুধবার সন্ধ্যায় হাসপাতালে পৌঁছে যান।রোগিদের হাতে তুলে দেন কেক ফল ও মিষ্টি।