দিন দিন লাফিয়ে লাফিয়ে বাড়ছে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের।

0
1027

আবদুল হাই, বাঁকুড়াঃ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য আকাশ ছোঁয়া।শাক সবজি থেকে শুরু করে ফল থেকে রান্নার গ্যাস সব কিছু মধ্যবিত্তের নাগালের বাইরে।এই অবস্থায় হাঁসফাঁস অবস্থা আম বাঙালির।যে আলু বাঙ্গালীর খাদ্য তালিকার অন্যতম প্রধান অঙ্গ সেই আলু সোমবার সপ্তাহের প্রথম কাজের দিন বাঁকুড়ায় বিক্রি হচ্ছে কেজি প্রতি ৩০ টাকা দরে।

পাইকারি-খুচরা বাজারে আলুর দামের ব্যাপক তারতম্য। পাইকারী দরে যেখানে আলু কেজি প্রতি ১৮ টাকা ৫০ থেকে ১৯ টাকা, তখন খুচরা আলু কেজি প্রতি ২৮ থেকে ৩০ টাকা বিক্রি হচ্ছে। কয়েক দিন আগে এনফোর্সমেন্ট দপ্তরের আধিকারিকরা বাজারে হানা দিলেও কাজ হয়নি।